Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Local Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরাএক ঘোষণাই উল্টে দিল পুজোর বক্সঅফিস! আবিরকে নিয়ে টানাটানি, নায়ক তুমি কার? দিল্লিতে ফের ভূমিকম্প, ৩৬ ঘণ্টার মধ্যে পর পর দু’বার কেঁপে উঠল দেশের রাজধানী অঞ্চলকুমার গৌরব, রাজেন্দ্র কুমার পুত্র, রাজ কাপুরের মেয়ে, বিজয়েতাকে মন দিয়েও শেষে বিয়ে করেন নার্গিস কন্যাকে টানা বৃষ্টিতে ফুঁসছে নদী, জল ছাড়ছে ডিভিসিও, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার আশঙ্কাচরম বর্বরতা ওড়িশায়! প্রেম করে বিয়ের 'শাস্তি', গরুর বদলে নবদম্পতিকে দিয়ে করানো হল চাষ তমসাবৃত ভারতীয় ফুটবল, সত্যি হল আশঙ্কা, আপাতত স্থগিতই থাকছে আইএসএলবাঙালি ছেলের প্রথম বলিউড ছবি! স্বপ্নপূরণ হতে চলেছে পরিচালক অর্ণব চট্টোপাধ্যায়েররাধিকা হত্যাকাণ্ডে নতুন মোড়: মেয়েকে পেছন থেকে নয়, বুকে পর পর ৪টে গুলি করেছিলেন বাবা!
Yo Yo Honey Singh

হানি সিং প্রেমে পড়েছেন এক লাস্যময়ী নারীর! রেস্তরাঁয় জন্মদিনও পালন করলেন, ভাইরাল ভিডিও

হানি সিং জন্মদিনের পার্টির একটি ভিডিও নিজেই শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে। আর তাতেই শুরু হয়ে গেল নতুন জল্পনা- তাঁর জীবনে কি প্রেম এসেছে?

হানি সিং প্রেমে পড়েছেন এক লাস্যময়ী নারীর! রেস্তরাঁয় জন্মদিনও পালন করলেন, ভাইরাল ভিডিও

হানি সিং

শেষ আপডেট: 18 April 2025 07:38

দ্য ওয়াল ব্যুরো: র‍্যাপার (Rapper) ইয়ো ইয়ো হানি সিং-কে (Yo Yo Honey Singh) সম্প্রতি দেখা গেল এক জন্মদিনের পার্টিতে (birthday party)। শুধু তাই নয়, সেই মুহূর্তের একটি ভিডিও নিজেই শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে। আর তাতেই শুরু হয়ে গেল নতুন জল্পনা- তাঁর জীবনে কি প্রেম (Love) এসেছে?

ভিডিওতে দেখা যায়, কেক কাটার আগে হাসি-ঠাট্টার মাঝেই হাতে হাত ধরে সময় কাটাচ্ছেন হানি এবং মিশরীয় মডেল এমা। দু’জনেরই মেজাজ ছিল ফুরফুরে। হানি সিংকে দেখা গেল তাঁর চিরাচরিত স্টাইলিশ রূপে- সাদা স্যুট, সল্ট অ্যান্ড পেপার লুকে।

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে হানি লেখেন, ‘শুভ জন্মদিন ক্লিওপেট্রা, এমা। ভালবাসা রইল স্টিভ, ভাই।' ভিডিওতে আরও দেখা যায়, রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে কেক কাটছেন মডেল এমা, আর পেছনে বাজছে হানি সিং-এর হিট গান মিলিনিয়র (Millionaire)।

এই ভিডিও ঘিরেই নেটদুনিয়ায় উড়ছে প্রেমের গুজব। কেউ লিখছেন, ‘সুন্দর জুটি, হানি আর এমার, ঈশ্বর যেন আশীর্বাদ করেন তোমাদের দু’জনকে।’ আবার কেউ মন্তব্য করেছেন এক কথায়, ‘হট!’।

হানি সিং-এর জীবনে যদিও আগেও এসেছে প্রেম:

প্রসঙ্গত, হানি সিং ২০১১ সালে শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন। তবে সেই সম্পর্ক টেকেনি। ২০২২ সালে আদালতে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন দু’জন। আদালত ছয় মাসের সময় দেয় এবং ২০২৩ সালের নভেম্বরে তাঁদের অফিসিয়ালি ডিভোর্স হয়ে যায়।

এরপর ২০২৩ সালের জানুয়ারিতে হানি সিং জনসমক্ষে পরিচয় দেন তাঁর নতুন সঙ্গী টিনা ঠাডানির। এক অনুষ্ঠানে একসঙ্গে দেখাও যায় তাঁদের। তবে এপ্রিলের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

এইবার কি তাহলে হানি-ভক্তদের জন্য সুখবর আসতে চলেছে? সেটা তো সময়ই বলবে।


ভিডিও স্টোরি