সলমন খান
শেষ আপডেট: 28th March 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: ‘সিকন্দর’ ছবির প্রচার পর্বে রয়েছেন বলিউডের ‘ভাইজান’। প্যান-ইন্ডিয়া ফিল্মের সম্পর্কে তাঁর ভাবনা প্রকাশ করলেন সলমন। মেগাস্টার বলেন, ‘আমরা সবসময় দক্ষিণী ছবিকে উৎসাহ দিই, কিন্তু দক্ষিণ থেকে এই একই উৎসাহ আমরা পাই না। আমরা দক্ষিণী ছবিগুলো দেখতে যাই, কিন্তু দক্ষিণী সুপারস্টারদের ফ্যানরা আমাদের সেভাবে দেখতে আসে না।’
অভিনেতা বলেন, যে দক্ষিণের মানুষজন রাস্তায় সলমনকে দেখে, শুভেচ্ছা জানায়। কিন্তু তাঁদের প্রেক্ষাগৃহে নিয়ে আসা এখনও বড় চ্যালেঞ্জ! সলমন আরও বলেন যে বলিউডের দর্শকরা সবসময় রজনীকান্ত, রাম চরণ এবং সুরিয়ার মতো অভিনেতাদের দক্ষিণী ছবি দেখতে আগ্রহী। তবে তিনি মনে করেন দক্ষিণী ছবির দর্শকদের, হিন্দি ফিল্মের প্রতি সমান ভালোবাসা থাকে না।
সলমন আরও যোগ করেন, ‘আমি আমার কেরিয়ার জুড়ে দক্ষিণ ভারতীয় টেকনিশিয়ান, পরিচালক এবং অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। তবে, যখন দক্ষিণ ভারতে আমার ছবি মুক্তি পায়, তখন সেগুলো একইভাবে সাফল্য অর্জন করে না। এর কারণ দক্ষিণী তারকাদের ফ্যানবেস সাংঘাতিক রকমের!’
প্রসঙ্গত, মুক্তি পেতে চলেছে ‘সিকন্দর’। আর ছবিতে বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। ছবির প্রচার চলছে জোরকদমে। তবে এরই মাঝে যা নিয়ে রীতিমতো শোরগোল তা হল সলমন ও রশ্মিকার বয়সের ফারাক। সলমনের বয়স ৫৯। অন্যদিকে রশ্মিকার ২৮। দু'জনের বয়সের ফারাক ৩১ বছরের! আর তা সামনে আসতেই নানা মুনির নানা মত। এবার এই বয়সের ফারাক নিয়েই মুখ খুললেন সলমন নিজেও।
রশ্মিকাকে পাশে নিয়েই সলমন বলেন, ‘৩১ বছরের ফারাক আমার আর হিরোইনের। আরে যখন হিরোইনের সমস্যা নেই। হিরোইনের বাবার সমস্যা নেই, তাহলে তোমাদের কী সমস্যা রে ভাই? একদিন রশ্মিকার বিয়ে হবে, বাচ্চা হবে। সেই বাচ্চার সঙ্গেও কাজ করব আমি। মায়ের (রশ্মিকার) আশা করি কোনও আপত্তি থাকবে না!’