শেষ আপডেট: 4th March 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly accident)। ফের দুর্ঘটনার শিকার সৌরভ। এবার শুটিং সেটে।
সূত্র জানাচ্ছে, বসিরহাটের বিনোদিনী স্টুডিয়োয় এক অ্যাড শুটে ব্যস্ত ছিলেন সৌরভ। সেখানেই ঘটেছে দুর্ঘটনা। সামনে রাখা ছিল জেনারেটর। শুটিংয়ের প্রয়োজনেই সেটি পুরোদমে চলছিল। আচমকা সেখান থেকে জোরে শব্দ হতে শুরু করে। আগুনের ফুলকিও বের হতে থাকে। সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সৌরভকে। কোনও অঘটন ঘটেনি।
গত ২১ ফেব্রুয়ারি বর্ধমান যাচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিক গতিতেই এগোচ্ছিল সৌরভের রেঞ্জ রোভার, কিন্তু আচমকা এক লরি তাঁর কনভয়ের পাশ দিয়ে দ্রুতগতিতে এসে চাপ সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে চালক তৎক্ষণাৎ ব্রেক কষেন, যার ফলে পিছনের গাড়িগুলির মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। সৌরভের ঠিক পেছনের গাড়িটিও তাঁর গাড়িতে ধাক্কা মারে। কেউ আহত না হলেও দু'টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। ফের দুর্ঘটনার খবরে সৌরভকে নিয়ে চিন্তায় ভক্তরা।