শেষ আপডেট: 15 October 2023 13:20
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরেই প্রিয়াঙ্কা চোপড়ার শ্বশুরবাড়িতে ঘনিয়েছে অশান্তির কালো মেঘ। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের ভাই জো জোনাসের সঙ্গে স্ত্রী সোফি টার্নারের অশান্তি এবং বিচ্ছেদের খবর প্রায় প্রতিদিনই জায়গা করে নিয়েছে সংবাদ মাধ্যমে। তবে জো জোনাস নিকের ভাই এবং জোনাস ব্রাদার্স-এর অন্যতম সদস্য হিসেবে পরিচিতি পেলেও সোফির বিষয়ে অনেকেরই তেমন কিছু জানা নেই।