Latest News

ব্যোমকেশ করছেন দেব, পরিচালক কে? জল্পনা ওড়ালেন সৃজিত

দ্য ওয়াল ব্যুরো: শনিবার, ২৮ জানুয়ারি টলিউড ইন্ডাস্ট্রিতে ১৭ বছর কাটিয়ে দিলেন ‘খোকাবাবু’ দেব, ওরফে দীপক অধিকারী। বাংলা ছবির জগতে নিজের সাবালকত্বের দিনই সিনেমাপ্রেমীদের নতুন সুখবর দিয়েছেন অভিনেতা। জানিয়েছেন, ‘বাঘা যতীন’-এর পর তাঁর অভিনীত পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গরহস্য’ (Byomkesh Bakshi)। দেবকে এবার পর্দায় ব্যোমকেশ বক্সির চরিত্রে দেখা যাবে, সেই উত্তেজনায় ফুটছেন তাঁর অনুরাগীরা।

কিন্তু প্রশ্ন উঠছে, ছবির পরিচালনার ভার কাকে দেওয়া হবে? দেব যদিও বলেছেন কাস্ট, ক্রু এবং পরিচালকের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। তবে সিনেপ্রেমীরা এখন থেকেই একটার পর একটা পরিচালকের নাম ভাবতে শুরু করে দিয়েছেন। টলিউডে ইতিমধ্যে অঞ্জন দত্ত, অরিন্দম শীল, সায়ন্তন ঘোষালরা ব্যোমকেশ বানিয়েছেন। দেব কি এঁদের মধ্যেই কাউকে বেছে নেবেন নাকি অন্য কোনও পরিচালকের হাতে ব্যোমকেশের দায়িত্ব তুলে দেবেন, তা সময়ই বলবে।

তবে এরমধ্যেই শনিবার দুপুরে খবর রটে যায় যে, সৃজিত মুখোপাধ্যায় ব্যোমকেশ পরিচালনা করতে চলেছেন। আর তখনই ব্যোমকেশ হিসাবে প্রথম উঠে আসে দেবের নাম। যদিও এদিন বিকেলের আগে অবধি দেবের তরফে এই খবরের কোনও সত্যতা স্বীকার করা হয়নি। তবে সন্ধেতেই দেব টুইট করে জানান, তিনি ব্যোমকেশের নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন।

এরপরই একে একে দুই করে নেন সবাই। ধরেই নেওয়া হয় যে সৃজিতের পরিচালনাতেই দেব ব্যোমকেশরূপে পর্দায় ধরা দেবেন। তবে নাটকের তখনও বাকি ছিল! অভিনেতার টুইটের কিছুক্ষণের মধ্যেই একটি টুইট করে সবার ভাবনায় জল ঢেলে দেন সৃজিত। তিনি লেখেন, “সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন খবর। এরকম কোনও পরিকল্পনা কোনওদিন ছিল না। আগামীদিনেও নেই।”

Image - ব্যোমকেশ করছেন দেব, পরিচালক কে? জল্পনা ওড়ালেন সৃজিত

তবে সবকিছুর শেষেও নতুন ইঙ্গিত দিয়ে গিয়েছেন সৃজিত। ওই টুইটেই তিনি লেখেন, “অবশ্য দেবকে একটি ঐতিহাসিক চরিত্রে কাস্ট করার ইচ্ছে আছে। দেখা যাক।” এই ‘ইচ্ছে আছে’ এবং ‘দেখা যাক’ শব্দগুলির মাধ্যমেই যে ফের একবার দেব-সৃজিত কম্বো বাংলা সিনেমায় পাওয়ার সুযোগ রয়েছে, তার ইঙ্গিত দিয়ে গেলেন পরিচালক।

You might also like