সোনু সুদ ও কঙ্গনা রানাউত।
শেষ আপডেট: 20th July 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: কাঁওয়ার যাত্রা নিয়ে তুলকালাম শুরু হয়েছে উত্তর প্রদেশে। যোগী আদিত্যনাথের সরকার ঘোষণা করেছে যে পথ ধরে তীর্থযাত্রীরা যাবেন তার দু’পাশের রাস্তায় সমস্ত খাবার দোকানের মালিক ও কর্মচারীদের নাম বড় হরফে লিখে টাঙিয়ে রাখতে হবে। সোমবার থেকে শুরু হবে হিন্দুদের ওই তীর্থযাত্রা।
যোগী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বহু মহল। অভিনেতা সোনু সুদও এই নিয়ে প্রতিক্রিয়া দিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, এই দোকানগুলির নামের জায়গায় কেবল লেখা উচিত, 'মানবতা'। তিনি আসলে বলতে চেয়েছেন, তীর্থযাত্রীদের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম, কোনও বিশেষ নাম দিয়ে তা চিহ্নিত করা অপ্রয়োজনীয়।
বেশিরভাগ মানুষই সুদের এই মানসিকতার প্রশংসা করলেও, এই পোস্টে এসে একটি প্রশ্ন তুলেছেন ভারতীয় জনতা পার্টির সাংসদ কঙ্গনা রানাউত। অভিনেতা সোনু সুদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয়, কটাক্ষ করে লিখেছেন, 'আমিও একমত! হালালের বদলে মানবতা লেখা উচিত।' অর্থাৎ তিনি যথারীতি সেই মুসলিম দোকানদারদের দিকেই ইঙ্গিত করেছেন।
Agree, Halal should be replaced with “ HUMANITY” https://t.co/EqbGml2Yew
— Kangana Ranaut (@KanganaTeam) July 19, 2024
বিতর্কের শুরু বুধবার। উত্তরপ্রদেশের মুজফফরনগর পুলিশ এক নির্দেশিকায় বলে, কাঁওয়ার যাত্রাপথে সমস্ত খাবার ও অন্যান্য দোকানের বাইরে দোকান মালিকের নাম বড় বড় অক্ষরে লিখে রাখতে হবে। যাতে কাঁওয়ারিরা (জলযাত্রী) বুঝতে পারেন দোকান মালিকের ধর্ম কী?
প্রসঙ্গত, আগামী ২২ জুলাই শুরু হচ্ছে কাঁওয়াড় যাত্রা। এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী নিরামিষ খান, প্রতিবার সোমবার উপবাস পালন করেন। কেউবা বাঁক কাঁধে মাটির অথবা ধাতুর কলসিতে গঙ্গাজল নিয়ে গিয়ে স্থানীয় মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যান। সেই যাত্রাপথেই মুসলমানদের দোকান থেকে খাবার কেনা এড়াতে এই ফরমান সরকারের।
জেলার পুলিশ সুপার অভিষেক সিং বলেন, কাঁওয়ার যাত্রার প্রস্তুতি চলছে। আমাদের এলাকার সমস্ত খাবারের দোকান, হোটেল, ধাবা এবং ঠেলাগাড়ির দোকানদারদের নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তাঁরা তাঁদের নাম সামনে লিখে রাখেন। এটা করা হচ্ছে এই কারণে যে, জলযাত্রীদের মনে যাতে কোনও সন্দেহ না জাগে তাঁরা কোন দোকানের খাবার খাচ্ছেন বা কিনছেন। ভবিষ্যতে যাতে এনিয়ে কোনও অভিযোগ না আসে। কারণ এর সঙ্গে জেলার আইনশৃঙ্খলার প্রশ্ন জড়িত।
এই নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার। সোনু সুদের আগে জাভেদ আখতারও এই নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি লেখেন, 'মুজাফফরনগরের পুলিশ নির্দেশ দিয়েছে, যে একটি নির্দিষ্ট ধর্মীয় মিছিলের রুটে সমস্ত দোকান, রেস্তোরাঁ এমনকি যানবাহনেও মালিকের নাম স্পষ্টভাবে দেখাতে হবে। কেন? নাৎসি জার্মানিতে একটি চিহ্ন ব্যবহার করা হত, বিশেষ দোকান এবং বাড়ি বুঝতে। এটাও যেন তেমনই।'
Muzaffarnagar UP police has given instructions that on the route of a particular religious procession in near future all the shops restaurants n even vehicles should show the name of the owner prominently and clearly . Why ? . In Nazi Germany they used to make only a mark on…
— Javed Akhtar (@Javedakhtarjadu) July 18, 2024