শেষ আপডেট: 28th January 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে চলতি বছরে পদ্ম পুরষ্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে কেন্দ্র। ৭ জন পদ্ম-বিভূষণ, ১৯ জন পদ্ম-ভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষিত হয়। বাংলা থেকে মোট ন’জন এবার পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হলেন। এ খবর খুশিরই বটে। সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কৃত হচ্ছেন অরিজিৎ সিংও। তবে প্রাপকের তালিকায় অরিজিত সিংয়ের নাম থাকায় বোধহয় খানিক রুষ্টই হয়েছেন আরও এক স্বনামধন্য সঙ্গীতিিশল্পী!
সম্প্রতি, সোনু নিগম (Sonu Nigam, Sonu Nigam singer)ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। তিনি প্রশ্ন তুলেছেন কেন কিংবদন্তী সঙ্গীতিশিল্পীদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। কেন এমন রাষ্ট্রীয় পুরস্কার থেকে বারবার বঞ্চিত থাকছেন তাঁর। ভিডিওতে সোনুকে বলতে শোনা যায়, ‘মাত্র দু’জন গায়ক আছেন যাঁরা সারা বিশ্ব জুড়ে শিল্পীদের অনুপ্রাণিত করে চলেছেন। তাঁদের মধ্যে একজনকে পদ্মশ্রী পুরস্কার দিয়েই থেমে গিয়েছে, তিনি মহম্মদ রফি সাহেব। অন্যজন আবার পদ্মশ্রীও পাননি, তিনি কিশোর কুমার। মরণোত্তর পুরস্কারও তো দেওয়া হয়, তাই না?’
এখানেই থামেননি পদ্মশ্রী সোনু নিগম। তিনি শুধু প্রয়াত সঙ্গীতশিল্পীদের সম্মান পাওয়া নিয়ে নয়, যে সকল শিল্পীরা বেঁচে আছেন, তাঁদের কথাও বলেন সেলফি ভিডিওতে। ‘বর্তমান গায়িকাদের মধ্যে অলকা ইয়াগনিকজিও রয়েছেন, যাঁর এত দীর্ঘ এবং অসাধারণ কেরিয়ার। তিনি এখনও কিছুই পাননি। শ্রেয়া ঘোষাল বছরের পর বছর ধরে নিজের প্রতিভায় দক্ষতা প্রমাণ করে চলেছেন, তাঁকে সম্মানিত করা উচিত। সুনিধি চৌহানের কণ্ঠ একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে, কিন্তু তিনি এখনও স্বীকৃতি পাননি।’
বিভিন্ন ক্ষেত্রের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের নাম—যেমন সঙ্গীত, অভিনয়, বিজ্ঞান এবং সাহিত্য, যাঁদের সোনু নিগমের ইনস্টা-ফলোয়ার্স পদ্ম পুরস্কারের যোগ্য বলে মনে করেন, তাঁদের নাম ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে বলেন গায়ক।
View this post on Instagram
অরিজিৎ প্রসঙ্গে বহুবার একাধিক সাক্ষাৎকারে সুখ্যাতি করেছেন সোনু নিগম স্বয়ং। তবে এবার একেবারে অরিজিতের বিপরীতে গিয়ে বাবরবার যোগ্য শিল্পীদের পদ্ম সম্মান থেকে বঞ্চিত হওয়া নিয়ে সোনুর এই ভিডিও তুলছে একটিই প্রশ্ন, অরিজিৎ সিং (Arijit Singh, Arijit Singh singer) কি ‘পদ্মশ্রী’র যোগ্য নন?
প্রসঙ্গত, ২০২২ সালে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সোনু নিগমকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন। পুরস্কার গ্রহণের আগে এক সাক্ষাৎকারে সোনু বলেন, তিনি এই পুরস্কার গ্রহণ করতে অনিচ্ছুক! তিনি বলেন, ‘আপনার এখন পদ্মশ্রী দিচ্ছেন? অনেক দিন ধরেই এই পুরস্কার নিয়ে আমাকে উত্তেজিত করে চলেছেন। আমরাও মানুষ এবং আমরাও প্রলোভনে প্রলুব্ধ হই। এমন কেউ কি আছে যাঁকে পুরস্কার দেওয়া হবে এবং সে তা পছন্দ করছে না? যাঁরা যখন এটা পায় না, তাঁরা এমনই বলে। সঠিক সময়ে প্রশংসা এবং স্বীকৃতি পাওয়াটা ভাল অনুভূতি। দেরিতে ন্যায়বিচার দেওয়াকে, ন্যায়বিচার বলা চলে না। তাই আমি বলেছিলাম, ‘আমি এই পুরস্কার গ্রহণ করতে পারব না’। আমি বলেছিলাম, ‘এখন অনেক দেরি হয়ে গেছে। তোমরা এখন আমাকে পদ্মশ্রী দিচ্ছে। আমি প্রত্যাশার সেই পর্যায় পার করে এসেছি এবং সে দিকে তাকানো বন্ধ করে দিয়েছি’, পরে অবশ্য সোনু আরও এক সাক্ষাৎকারে সোনু বলেন যে, তাঁর বাবার সঙ্গে ফোনে কথা বলার পর, তিনি তার মত পরিবর্তন করেন।
বাংলা থেকে পদ্মশ্রী সম্মাননা পেলেন মমতা শঙ্কর, অরিজিৎ সিং, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, গোকুলচন্দ্র দাস, পবন গোয়েঙ্কা, বিনায়ক লোহানি, সজ্জন ভজঙ্ক, নগেন্দ্রনাথ রায়, স্বামী প্রদীপ্তানন্দ। পাশাপাশি চলতি বছরে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন হরিয়ানার হরবিন্দর সিং, পুদুচেরির পি দত্তাচানামূর্তি, কর্ণাটকের ভেঙ্কাপ্পা আম্বাজি সুগেটেকার, উত্তরাখণ্ডের কলিন গ্যান্টজার, হিউজ গ্যান্টজার, রাধা বাহিন ভট্ট, দিল্লির নীরজা ভাটলা, মহারাষ্ট্রের মারুতি ভুজঙ্গরাো চিত্তমপল্লি, রাজস্থানের বাটুল বেগম, বিহারের নির্মলা দেবী, ভীম সিং ভাবেশ, গুজরাটের সুরেশ সোনি, ব্রাজিল জোনাস ম্যাসেট প্রমুখ।