শেষ আপডেট: 10th January 2025 19:49
দ্য ওয়াল ব্যুরো: মোটেও ফ্রেন্ডলি নন এ আর রহমান। কাছে ঘেঁষতেই দেন না কাউকে। একটি সাক্ষাৎকারে হঠাৎই এমন অভিযোগ করে বসলেন সোনু নিগম। বহুদিন এক সঙ্গে কাজ করেছেন তাঁরা। একাধিক বেস্ট পারফরমেন্স রয়েছে এই জুটির। এমন অভিযোগে তাই তাজ্জব নেটপাড়া।
এ আর রহমানের বিরুদ্ধে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। জানিয়েছিলেন, কাজের সময় সময়ের খেয়াল থাকে না তাঁর। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার মাঠে নামলেন সোনু নিগম।
দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে বেশ ভাল মতোই চেনেন রহমানকে। তবে, কাছ থেকে চেনেন না। কারণ কাছে ঘেঁষতেই দেন না তিনি। গায়ক জানান, এ আর রহমান ব্যক্তিগত জীবন প্রকাশ করেন না। কাজ করেন এবং প্রার্থনা করেন। এর বাইরে কোনও কিছু কোনওদিন করতে দেখেননি।
সোনু নিগম আরও জানান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেভাবে নেই কারও সঙ্গে। পুরোটাই ফরমাল। কারণ তিনি বন্ধুত্ব পাতাতে খুব একটা আগ্রহ দেখান না। তাঁর সঙ্গে কাজের বাইরে কথা হওয়া আশ্চর্যের বিষয়।
তাহলে কি ব্যক্তি এর আর রহমানও এমন? সোনুর দাবি, হয়তো পরিবারের সঙ্গে অন্যভাবে মেশেন। পরিবারের খুব কাছের। কিন্তু সেকথা ঘুণাক্ষরেও কাউকে জানতে দেননি। হতে পারে, তিনি খুব পুরনো বন্ধুদের সঙ্গে খোলামেলা ভাবে মিশতে পারেন।
সোনু বলেন, 'কারও কাছে কিছু খুলে বলা বা ওঁর সঙ্গে কারও সম্পর্ক তৈরি হতে আমি দেখিনি এত বছরে। শুধুই কাজ করেন। আর কিছু না।'
যে যেমনই হোক, এ আর রহমান যে মানুষ হিসেবে ভীষণ ভাল। সেকথা জানাতে ভোলেননি গায়ক। বলেন, 'কোনওদিন কাউকে উনি খারাপ কথা বলেননি। কোনওদিন না। কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি। উনি খুবই সাধারণভাবে, ভালভাবে সকলের সঙ্গে কথা বলেন।'
একসঙ্গে করা আমেরিকার একটি ট্যুর সম্পর্কে গায়ক বলেন, 'উনি জানেনই না গসিপ কাকে বলে। এটা ওঁর খারাপ দিক নয়। উনি এমনই। কারও সম্পর্কে জানতেই চান না। কে ওঁর সম্পর্কে কী ভাবেন সেটাও জানতে চান না। ভীষণ অন্যরকম একটা চরিত্র।'