তিন ভাই-বোনের বাবা-মায়ের বিবাহবার্ষিকী ছিল। বাড়িতেই আয়োজিত হয়েছিল ছোট্ট এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন নেহা-টনি। দাঁড়ান, এখানেই শেষ নয়
শেষ আপডেট: 19 May 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: কক্কর পরিবারের মানেই যেন রঙ্গমঞ্চের ওভারডোজ। নেহা কক্কর মিউজিক ভিডিও প্রচারের জন্য প্রেগন্যান্ট হওয়ার মিথ্যে নাটকের আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি সোনু কক্কর জানিয়েছিলেন বোন নেহা ও ভাই টনি কক্করের সঙ্গে সম্পর্ক রাখবেন না তিনি! তবে দিন কয়েক যেতে না যেতেই ফের উল্টে গেল হিসেবে নিকেশ!
তিন ভাই-বোনের বাবা-মায়ের বিবাহবার্ষিকী ছিল। বাড়িতেই আয়োজিত হয়েছিল ছোট্ট এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন নেহা-টনি। দাঁড়ান, এখানেই শেষ নয়, হাজির ছিলেন সোনু কক্কর। সেই ছবিই শেয়ার করেছেন নেহা। ক্যাপশনে লিখেছেন, "কী সুন্দর এক রাত্রি।" সেই ছবির কমেন্ট বক্সে আবার কমেন্ট করেছেন সোনু কক্কর। তিনি লিখেছেন, "অবশ্যই।"
এর পরেই নেটিজেনদের প্রশ্ন, "তবে কি ঝামেলা মিটল ভাইবোনদের?" অনেকে আবার মনে করছেন, ঝামেলা-টামেলা কিছুই হয়নি। এ সবই আদপে প্রচারে থাকার কৌশল। এই সব আলোচনার মাঝে আবার এক অর্থবহ পোস্টও করেছেন সোনু কক্কর। তিনি লিখেছেন, "ভালবাসাই সব প্রশ্নের উত্তর।"
কী ঘটেছিল?
মাস খানেক আগে সোনু কক্কর ইনস্টাহগ্রামে এক পোস্টে লেখেন, "ভাঙা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টোনি কক্করের দিদি নই। অনেক বেদনা সহ্য করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। ভেঙে পড়েছি ভিতর থেকে।" তিন কক্করদের মধ্যে মিল সেই শুরু থেকেই। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভাই-বোনদের সংগ্রামও প্রচুর। সেখানে সোনুর সরে যাওয়া অনেকের মনেই কষ্টের সঞ্চার করেছিল। তাঁরা যে সব মিটমাট করে নিয়েছেন, এতেই খুশি অনেকে।