Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Sonu Kakkar

কক্করদের নতুন ‘নাটক’? পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন! এবার উল্টো সুর সোনুর

তিন ভাই-বোনের বাবা-মায়ের বিবাহবার্ষিকী ছিল। বাড়িতেই আয়োজিত হয়েছিল ছোট্ট এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন নেহা-টনি। দাঁড়ান, এখানেই শেষ নয়

কক্করদের নতুন ‘নাটক’? পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন! এবার উল্টো সুর সোনুর

শেষ আপডেট: 19 May 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: কক্কর পরিবারের মানেই যেন রঙ্গমঞ্চের ওভারডোজ। নেহা কক্কর মিউজিক ভিডিও প্রচারের জন্য প্রেগন্যান্ট হওয়ার মিথ্যে নাটকের আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি সোনু কক্কর জানিয়েছিলেন বোন নেহা ও ভাই টনি কক্করের সঙ্গে সম্পর্ক রাখবেন না তিনি! তবে দিন কয়েক যেতে না যেতেই ফের উল্টে গেল হিসেবে নিকেশ!

তিন ভাই-বোনের বাবা-মায়ের বিবাহবার্ষিকী ছিল। বাড়িতেই আয়োজিত হয়েছিল ছোট্ট এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন নেহা-টনি। দাঁড়ান, এখানেই শেষ নয়, হাজির ছিলেন সোনু কক্কর। সেই ছবিই শেয়ার করেছেন নেহা। ক্যাপশনে লিখেছেন, "কী সুন্দর এক রাত্রি।" সেই ছবির কমেন্ট বক্সে আবার কমেন্ট করেছেন সোনু কক্কর। তিনি লিখেছেন, "অবশ্যই।"

 

এর পরেই নেটিজেনদের প্রশ্ন, "তবে কি ঝামেলা মিটল ভাইবোনদের?" অনেকে আবার মনে করছেন, ঝামেলা-টামেলা কিছুই হয়নি। এ সবই আদপে প্রচারে থাকার কৌশল। এই সব আলোচনার মাঝে আবার এক অর্থবহ পোস্টও করেছেন সোনু কক্কর। তিনি লিখেছেন, "ভালবাসাই সব প্রশ্নের উত্তর।"

কী ঘটেছিল?

মাস খানেক আগে সোনু কক্কর ইনস্টাহগ্রামে এক পোস্টে লেখেন, "ভাঙা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টোনি কক্করের দিদি নই। অনেক বেদনা সহ্য করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। ভেঙে পড়েছি ভিতর থেকে।" তিন কক্করদের মধ্যে মিল সেই শুরু থেকেই। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভাই-বোনদের সংগ্রামও প্রচুর। সেখানে সোনুর সরে যাওয়া অনেকের মনেই কষ্টের সঞ্চার করেছিল। তাঁরা যে সব মিটমাট করে নিয়েছেন, এতেই খুশি অনেকে।


ভিডিও স্টোরি