শেষ আপডেট: 9th June 2023 06:16
জন্মদিনে অকপট সোনম, ফ্যাশন আইকন থেকে বায়ুর মা কোন চরিত্রে স্বচ্ছন্দ? জানালেন নিজেই
দ্য ওয়াল ব্যুরো: তাঁর ছবির তালিকায় নীরজা বা রাঞ্ঝানা নামটা আসে সবার আগে। তবে বলিউডের দুর্দান্ত সফল অভিনেত্রীর বদলে একজন ফ্যাশন আইকন হিসেবেই তাঁকে বেশি চিনে এসেছেন অনুরাগীরা। তিনি সোনম কাপুর, আজ অর্থাৎ শনিবার ৯ জুন পা দিলেন ৩৭ বছর বয়সে (Sonam Kapoor Birthday)।
২০১৮ সালের মে মাসে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম। ২০২৩ এর ৮ মে পাঁচ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন তাঁরা দুজন। ইতিমধ্যেই সন্তান এসেছে আনন্দ-সোনমের কোলে, ছেলে বায়ুর মা হিসেবে নতুন ইনিংস ভালই কাটছে সোনমের।
তবে মা হিসেবে এখনই চটজলদি ইন্ডাস্ট্রিতে ফিরতে রাজি নন সোনম। বরং যখন নিজের ১০০ শতাংশ আবার দিতে পারবেন ছবির জগতকে তখনই ফের দেখা যাবে তাঁকে, জানা গেল এক সাম্প্রতিক সাক্ষাৎকারে।
বলিউডে বরাবর ফ্যাশনিস্তা হিসেবেই পরিচিত সোনম। তাঁর ফ্যাশন সেন্স হার মানায় অনেক নামজাদা তারকাকেই। ফ্যাশনের ক্ষেত্রে তিনি মনে করেন আত্মবিশ্বাসই শেষ কথা। কিন্তু ফের কবে র্যাম্পে দেখা যাবে তাঁকে? সে উত্তর না পেলেও আপাতত নিজের নতুন চরিত্রে মজে সোনম।
হাতি মানুষের সংসার থেকে আদিবাসী পরিবার, অচেনা উত্তরবঙ্গের ঘরে ঘরে জি বাংলা