Latest News

৬৪ ছুঁলেন ‘মিস্টার ইন্ডিয়া’, জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অনুরাগীরা

দ্য ওয়াল ব্যুরো: ৬৪ না ৩৪! তাঁকে এখনও যুবকই বলা চলে। তাঁর অভিনয়, চালচলন, সাজ, চেহারা টেক্কা দেয় কমবয়সী অভিনেতাদের। ৪০ বছর কেটে যাওয়ার পরেও এখনও দাপিয়ে অভিনয় করছেন। বিরতি নেননি একদিনের জন্যেও। ব্যক্তিগত জীবনেও একজন সফল বাবা তিনি। তিন সন্তানই নিজের পায়ে দাঁড়িয়ে গেছেন। তিনি ‘মিস্টার ইন্ডিয়া’ ওরফে অনিল কাপুর। আজ তাঁর জন্মদিন‌।

বলিউডের দুই কাপুর পরিবারই এখনও রাজ করে চলছে ইন্ডাস্ট্রিতে। একদিকে রাজ কাপুরের পরিবার। অন্যদিকে অনিল কাপুরের পরিবার। এই কাপুর পরিবারও তারকা খচিত। প্রায় প্রত্যেকেই পা রেখেছেন সিনেমা জগতে। নামও করেছেন। বৌদি শ্রীবেদীর সঙ্গেই অনিল কাপুরের বেশিরভাগ সিনেমা হিট। তাঁর অভিনীত প্রতিটা চরিত্র যেমন আলাদা, তেমনই সাবলীল অভিনয়ে তাক লাগিয়ে দিতে ভোলেন না তিনি কখনও। শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও তাঁর অভিনয় দক্ষতার কথা ছড়িয়ে পড়েছে।

জন্মদিনে কাছে নেই ছোট মেয়ে সোনম কাপুর। বর্তমানে বিদেশে স্বামীর সঙ্গে রয়েছেন তিনি।‌ সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন সোনম। অন্যদিকে বড় মেয়ে রিয়া কাপুর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “শুভ জন্মদিন মেন্টর, বন্ধু, বাবা, কম্পিটিটর। তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারব না।” সঙ্গে পুরো পরিবারের ছবিও পোস্ট করেছেন রিয়া।

অনিল কাপুর তাঁর নতুন সিনেমা “যুগ যুগ জিও’র শ্যুটিংয়ের জন্য ভীষণ ব্যস্ত এখন। কয়েকদিন আগেই নীতু কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আডবানি কোভিড পজিটিভ হওয়ায় শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল ১৪ দিন। নেগেটিভ হওয়ার পর ফের তাঁরা সেটে ফিরেছেন। গতকাল রাতে সেটেই অনিল কাপুরের জন্মদিন পালন করেছেন তাঁরা সকলে মিলে। কিয়ারা আডবানি সেই ছবিই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। ৬৪ বছরেও ধুমধাম করে পালন করা হচ্ছে জন্মদিন। একইসঙ্গে বি টাউনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে আগামী বছরে নতুন নতুন সিনেমায় নতুন অবতারে দেখা যাবে অনিল কাপুরকে।

You might also like