শেষ আপডেট: 23rd June 2024 22:13
দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ হয়ে গেল সোনাক্ষী-জ়াহিরের বিয়ে। রেজিস্ট্রি করেই বিয়ে সারলেন তাঁরা। এর পরে রাত ৮টা থেকে শুরু হয় তাঁদের রিসেপশনের অনুষ্ঠানে।
এই বিয়েতে বিশেষ করে নজর কেড়েছে নিমন্ত্রিত অতিথিদের পোশাকের রং। সকলেই প্রায় হাল্কা রঙের পোশাক পরে এসেছেন। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছিল এই ড্রেসকোডের। বলা হয়েছিল, অতিথিরা যেন লাল ছাড়া অন্য কোনও রঙের পোশাক পরেন।
অবশ্য হবে না-ই বা কেন। সোনাক্ষী-জাহির নিজেই তো সাদা রংকে বেছেছেন নিজেদের বিয়ের পোশাক হিসেবে। এদিন সাদা শাড়িতেই দেখা যায় কনে সোনাক্ষীকে। জাহিরও পরেছিলেন সাদা পাঞ্জাবি। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
জাহির ও সোনাক্ষী পরস্পরের সহকর্মী ছিলেন, সেই সূত্রেই বন্ধুত্ব। যা গড়িয়েছিল প্রেমে। সাত বছরের সম্পর্ককে এবার সামাজিক স্বীকৃতি দিলেন তারকাজুটি সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। এই নিয়ে গুজব চলছিল বেশ কিছুদিন ধরেই। শেষমেশ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে হল। বিয়ের পার্টিতে অতিথি তালিকায় সোনাক্ষীর 'হিরামাণ্ডি' সহ-অভিনেতা যেমন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, এবং রিচা চাড্ডা-সহ অন্যান্যরা রয়েছেন।
কিছুদিন আগে এই দম্পতির বিয়ের আমন্ত্রণপত্র ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। ওই অডিও বার্তায় সোনাক্ষী-জাহিরকে বলতে শোনা গিয়েছিল, "গত সাত বছর ধরে আমাদের মধ্যে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক ছিল। এবার আমরা একে অপরের অফিসিয়াল স্বামী এবং স্ত্রী হতে চলেছি।" অবশেষে প্রকাশ্যে এল নবদম্পতির ছবি।