শেষ আপডেট: 24th June 2024 10:57
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় সন্ধ্যায় সাত বছরের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমে রেজিস্ট্রি এবং তারপর বেশ জাঁকজমক করে রিসেপশন পার্টি দেন নবদম্পতি। রিসেপশনে একেবারে সাবেক সাজে ধরা দেন শত্রুঘ্ন কন্যা।
সাদা পোশাকে আইনি বিয়ে সারেন সোনাক্ষী। এরপর রিসেপশনে লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। তাঁর সিঁথিতে ছিল চওড়া সিঁদুর, টান টান করে বাঁধা খোঁপা, কপালে টিপ, মানানসই জুয়েলারি। জাহির ইকবালের পরনে ছিল সাদা শেরওয়ানি স্যুট।
ঐতিহ্যের সঙ্গেই সোনাক্ষীর সাজে টুইস্টও ছিল। বিয়ের পোশাকের জন্য লেহেঙ্গা নয়, মায়ের ভিনটেজ শাড়িকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তবে নবধূর হাতের নকশাই যেন সবচেয়ে বেশি সকলের নজর কেড়েছিল। আসলে নিজের বিয়ের সাজে বরাবরই ঐতিহ্য মানতে চেয়েছিলেন সোনাক্ষী। তাই মেহেন্দি নয়, সাবেক রীতি মেনে হাতে আলতা পরেন তিনি। রিসেপশন লুকে যা স্পষ্ট ধরা পড়েছে।
ভারতীয়দের মধ্যে পুজোর অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, বিয়েতে আলতা পরার চল রয়েছে। হাতে ও পায়ে তুলো কিংবা ব্রাশে করে লাল রঙের আলতা পরেন এদেশের মেয়েরা। এমনকী ভারতে ছেলেরাওও বিয়ের অনুষ্ঠানে আলতা পরেন। হিন্দু ধর্ম মতে আলতা দিয়ে হাত-পায়ে নকশা আঁকা শুভ বলে গণ্য হয়। শোনা যায়, ভারতের পৌরাণিক কাহিনিতে রয়েছে, রাধার হাতের তালুতে আলতা পরিয়ে দিয়েছিলেন কৃষ্ণ। আর রিসেপশনে নিঁখুত সাবেক সাজ ফুটিয়ে তুলতে মেহেন্দির বদলে সেই আলতাকেই বেছে নেন সোনাক্ষী।
শিল্পা শেট্টির বিলাসবহুল হোটেল বাস্তিয়ানে আয়োজিত ছিল সোনাক্ষী-দাহিরের গ্র্যান্ড রিসেপশন। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে খোশমেজাজে ধরা দেন নবদম্পতি। পাপারাৎজিদের সঙ্গে বসেও ছবি তোলেন তাঁরা।
রবিবার সন্ধ্যায় সোনাক্ষী নিজে তাঁর অফিসিয়াল পেজে আইনি বিয়ের ছবি পোস্ট করেন। বাবা শত্রুঘ্ন সিনহার হাত জড়িয়ে জাহিরের সঙ্গে নতুন পথ চলা শুরু করেন তিনি। সাদা টুইনিংয়ে নজর কেড়েছিলেন নবদম্পতি। অপেক্ষা ছিল সোনাক্ষীর রিসেপশন লুকের। বিয়ের বেশ কিছুক্ষণ পর সাবেক সাজে সকলকে চমকে দেন নববধূ।