শেষ আপডেট: 19th July 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: গত ২৩ জুন দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা। অভিনেত্রীর বান্দ্রার বাড়িতে ঘরোয়াভাবে বসেছিল বিয়ের আসর। ধর্মীয় আচার বাদে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় পরিজনদের নিয়ে আইনি মতে বিয়ে সারেন তাঁরা।
সোনাক্ষীর বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। ভিন্ন ধর্মে বিয়ে করার সিদ্ধান্তে নাকি অখুশি ছিলেন বাবা শত্রুঘ্ন সিনহা। বিটাউন সূত্রে এমনও শোনা যায়, মেয়ের উপর অভিমান হয় বাবার। তাই সোনাক্ষীর বিয়েতে তিনি থাকতে চাননি। শুধু তাই নয়, বোনের বিয়েতে দাদা লব সিনহা ছিলেন না বলে বেশ চর্চা হয়েছিল। যদিও লব পরে জানিয়েছিলেন যে বিয়েতে তিনি হাজির ছিলেন। একইভাবে সব জল্পনায় জল ঢেলে দেন শত্রুঘ্নও। মেয়ের বিয়ের দিন প্রথম থেকেই সামিল ছিলেন তিনি। কিন্তু প্রেমিক জাহিরকে বিয়ে করার কথা জানানোর সময়ে বাবাকে ঠিক কী বলেছিলেন সোনাক্ষী? শত্রুঘ্নই বা কী প্রতিক্রিয়া দিয়েছিলেন? সম্প্রতি সেই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী।
সোনাক্ষী জানিয়েছেন, প্রথমবার বাবাকে জাহিরকে বিয়ের বলার কথা সময়ে বেশ ভয় পেয়েছিলেন তিনি। যদিও খুব একটা কড়া প্রতিক্রিয়া দেননি শত্রুঘ্ন। মেয়ের বিয়ের সিদ্ধান্তে বেশ শান্তভাবেই সম্মতি দেন তিনি। বলেন, “শুনেছি তোমার জীবনে একজন আছেন। কোথায় একটা পড়েছিলাম। তোমরা যখন দু’জনেই রাজি, আমরা কি আর বাধা দিতে পারি?” তবে এত সহজে যে বাবা সম্মতি দিয়ে দেবে তা ভাবতেও পারেননি সোনাক্ষী। তিনি বলেন, “ বিশ্বাস হচ্ছিল না, এত সহজে হয়ে যাবে সবটা।”
শুধু মেয়ে নয় পর্দার রাগী শ্বশুরমশাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে ভয় পেয়েছিলেন জাহিরও। অভিনেতা বলেন, ‘‘উনি আমাকে আগে চিনতেন না। প্রখম সাক্ষাতে বুঝেছিলাম বাইরে থেকে যতটা গুরুগম্ভীর মনে হয়, ততটা তিনি নন। আসলে উনি ভীষণ মিষ্টি একজন মানুষ।”
অনেকের মনেই প্রশ্ন উঠেছিল কেন এত সাদামাঠাভাবে বিয়ে সারলেন বলিপাড়ার এই দুই ব্যক্তিত্ব? ডেস্টিনেশন ওয়েডিং বা অন্য কোন রীতিও সেই ভাবেও পালন করতে দেখা যায়নি তাঁদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে 'দবাং' অভিনেত্রী পরিষ্কারভাবে জানিয়ে দেন, জাঁকজমক থেকে দূরে, তাঁর বরাবরই বিয়ের দিনটা খুব সাধারণভাবে কাটানোর ইচ্ছে ছিল।