শেষ আপডেট: 12th December 2024 20:29
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ শক্রঘ্ন কন্যার বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। মুসলিম ছেলেকে বিয়ে করায় বিয়েতেও সামিল হননি সোনাক্ষীর নিজের দুই দাদা। নয় নয় করে অনেক দিন হল জাহির-সোনাক্ষীর বিয়ে হয়েছে। ক'দিন আগে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল নবদম্পতিকে। তার পরপরই আলোচনা শুরু হয়েছিল, তাহলে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা? 'গুড নিউজ' নিয়ে জল্পনার অবসান ঘটালেন স্বয়ং অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে সোনাক্ষী অন্তঃসত্ত্বা হওয়ার গুজব উড়িয়ে বলেন, 'বন্ধুরা, আমি গর্ভবতী নই। একটু ওজন বেড়েছে, আমি মোটা হয়ে গিয়েছি কেবল। সেদিনও জাহিরকে অভিনন্দন জানিয়েছিলেন একজন। আমরা কি আমাদের বিয়েটা উপভোগ করতে পারি না?'
এরপরই স্ত্রীর কথার রেশ টেনে জাহির সোনাক্ষীকে মজা করে পরামর্শ দেন, 'পরদিন থেকে ডায়েট শুরু করো'। সোনাক্ষী আরও বলেন, 'মাত্র চার মাস হয়েছে আমাদের বিয়ের, আমরা সত্যিই ঘোরাঘুরি করতে ব্যস্ত। নিজেরাই জীবনটা উপভোগ করছি।'
ক'দিন আগে সোনাক্ষী, স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। সারমেয়কে কোলে নেওয়া ওই ছবির ক্যাপশনে লেখা ছিল, 'গেস দ্য পুকি'। তার পরপরই নব বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একের পর এক কমেন্ট আসা শুরু হয়। অনেকেই মনে করেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা। যা শুনে সোনাক্ষীর নাকি প্রথম প্রতিক্রিয়াই ছিল। 'মানুষ পাগল।'