শেষ আপডেট: 30th January 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহা কুম্ভ মেলা, যেখানে প্রতিদিনই লাখো মানুষের ঢল নামছে। ভক্তদের অসীম ভিড়ের কারণে প্রশাসনকে শহরের সীমান্তে লোকজনকে আটকে দিতেও হচ্ছে। এত বিশাল জনসমাগমের মধ্যে অনেকেই নতুন নতুন উপায়ে উপার্জনের পথ খুঁজছেন। এমনই এক যুবকের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি জানিয়েছেন, 'প্রেমিকার পরামর্শেই তিনি হাজার হাজার টাকা আয় করছেন!'
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক মেলায় ঘুরে ঘুরে 'নিমের দাঁতন' বিক্রি করছেন। তিনি জানান, মাত্র পাঁচ দিনে ৩০-৪০ হাজার টাকা উপার্জন করেছেন! পরিশ্রম করেই দিনে তিন থেকে চার হাজার টাকার দাঁতন বিক্রি করে ফেলছেন।
ওই যুবক জানান, দাঁতন বিক্রির এই অভিনব আইডিয়া তাঁর প্রেমিকারই দেওয়া। কারণ এতে কোনও বিনিয়োগের প্রয়োজন নেই, অথচ ভাল উপার্জন সম্ভব। প্রেমিকার দেওয়া পরামর্শই তাঁর ভাগ্য বদলে দিয়েছে বলে অকপটে স্বীকার করেছেন তিনি। যুবক বলেন, 'আমার প্রেমিকা বলল, টাকা খরচ করতে হবে না। দাঁতন নিয়ে কুম্ভ মেলায় চলে যাও। এতেও টাকা আয় করতে পারবে।'
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই মজার ও প্রশংসাসূচক মন্তব্য করেছেন। এক ব্যক্তি লিখেছেন, 'ভাই, তাকেই বিয়ে করুন! বাড়ি, গাড়ি, সবই পাবেন!' আরেকজন মজা করে বলেছেন, 'আমাদের ভগ্নিপতি তো দারুণ অর্থনীতিবিদ!'
View this post on Instagram
অনেকেই ছেলেটির সততা আর প্রেমিকার প্রতি কৃতজ্ঞতাবোধ দেখে প্রশংসা করেছেন। একজন লিখেছেন, 'এই ছেলেটা সত্যিই সৎ, কারণ সে এক মুহূর্তও দেরি না করে প্রেমিকাকে কৃতিত্ব দিয়েছে।' অন্য একজন কমেন্ট করেছেন, 'এভাবেই একজন সফল পুরুষের পেছনে শক্তিশালী এক নারী থাকে!'
এছাড়া, মজার ছলে কেউ কেউ লিখেছেন, 'এখন থেকে সব প্রেমিকারা তাঁদের প্রেমিকদের উপার্জনের নতুন নতুন আইডিয়া দিতে বাধ্য করবেন!' মহা কুম্ভ মেলা ১৩ জানুয়ারি শুরু হয়েছে এবং চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে কোটি কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন, আর আগামী দিনে আরও বিশাল সংখ্যক ভক্ত-তীর্থযাত্রী মেলায় সামিল হবেন।