শেষ আপডেট: 2nd January 2025 20:36
টেলিপাড়ায় পরিচিত মুখ অভিনেত্রী সোহিনী গুহ রায়। স্বামী কল্লোল চৌধুরীর সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ হয়েছে তাঁর।
বর্ষশেষে সোহিনী গিয়েছিলেন গোয়ায়। আর সেখানেই স্নান পোশাকে তাঁকে দেখে ধেয়ে এল চরম ট্রোলিং। তা নিয়েই 'দ্য ওয়াল'-এর কাছে মুখ খুললেন সোহিনী।
কিছু মাস আগে সোহিনী গিয়েছিলেন মলদ্বীপে। সেখানেও বিকিনি পরার কারণে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি! সোহিনীর কি খারাপ লাগছে? প্রশ্ন করতেই অভিনেত্রী বললেন, 'সত্যি কথা বলতে আমার হাসি পাচ্ছে। একটা কথা বলুন তো, বিচে কি শাড়ি পরে ঘুরব নাকি? বিচের যা পোশাক তাই তো পরেছি। তা নিয়েও সমস্যা।"
গোয়া থেকে আজ অর্থাৎ বৃহস্পতিবারই কলকাতায় ফিরেছেন সোহিনী। পাঁচ দিন পর আবার তাঁর বিদেশ ঘুরতে যাওয়ার কথা। হুট করেই গোয়ার প্ল্যানটা করে ফেলেছিলেন তিনি। ছিলেন উত্তর গোয়াতেই। বিদেশ থেকে ঘুরে এসেই যদিও কাএ ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সম্প্রতি কাজ করেছেন এক সিরিজে। খুব তাড়াতাড়ি তা মুক্তি পাওয়ারও কথা।