শেষ আপডেট: 25th October 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার। ছবির নাম 'সে তো আজও বোঝে না।' এই ছবিতে সোহম-প্রিয়াঙ্কার সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন বিবৃতি চ্যাটার্জি, দেবাশিস মণ্ডলরা। পরিচালনায় রণ রাজ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সামনে এল ছবির প্রথম লুক।
গল্পের মূল চরিত্র মৈনাক, মেঘলা, বৃষ্টি ও জাহির। মৈনাকের চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মেঘলার চরিত্রে প্রিয়াঙ্কা সরকার, বৃষ্টির চরিত্রে বিবৃতি চ্যাটার্জি ও জাহিরের চরিত্রে দেবাশিস মণ্ডল। গল্পের শুরু মৈনাককে নিয়ে। তারপর প্রেম, বিয়ে ইত্যাদি।
মৈনাক মালদা থেকে কলকাতায় সরকারি চাকরির পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিতে আসে। সঙ্গে আসে জাহির। দেখা হয় ছোটবেলার বন্ধু মেঘলার সঙ্গে। মেঘলা তখন সরকারি চাকরি করে। মৈনাক প্রস্তুতি নিতে থাকে। তার হাত খরচের দায়িত্ব নেয় মেঘলা। টুকটাক টাকা পয়সা দিতে থাকে। এভাবেই হয় প্রেম। কিন্তু মেঘলার অন্যত্র বিয়ে হয়ে যায়।
আবার কয়েক বছর পর দেখা হয় দুজনের। তখন মেঘলার জীবন পাল্টেছে। মৈনাকও হয়েছে বিত্তশালী। দেখা হওয়ার পর কী হল, তাদের জীবনেও বা কী ঘটল। জানতে দেখতে হবে এই ছবি।
বহুদিন পর বাংলা ছবিতে কাজ করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ফলে দর্শকদের প্রত্যাশা রয়েছে তাঁর কাজ নিয়ে। ছবির ক্রিয়েটিভ পরিচালক অভিজিৎ গুহ। প্রযোজক 'পাণ্ডে মোশান পিকচার্স।' প্রযোজনা করছেন মুকেশ পাণ্ডে।
ইতিমধ্যে ছবির বেশ কিছুটা অংশ কলকাতায় শ্যুটিং হয়ে গেছে। মুক্তি পেতে চলেছে আসছে বছর।