অখিল আক্কিনেনি ও জয়নাব রাভজির রাজকীয় বিবাহবাসরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।
শেষ আপডেট: 13 June 2025 08:05
দ্য ওয়াল ব্যুরো: অখিল আক্কিনেনি ও জয়নাব রাভজির রাজকীয় বিবাহবাসরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। বিয়ের ঠিক পরেই নিজেদের চোখধাঁধানো লুকের আরও কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শোভিতা, যা দেখে মুগ্ধ নেটিজেনরা।
লাল শাড়ি ও সোনালি কাঠামোর ব্লাউজে সেজেছিলেন ‘মেড ইন হেভেন’ খ্যাত অভিনেত্রী। তবে গোটা সাজের মধ্যেও নজর কেড়ে নেয় তাঁর হাতে থাকা বিলাসবহুল কালো ব্যাগটি। এটি ছিল 'Christian Dior'-এর ব্যাগ', যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৩৭,৩৩৮ টাকা।
শুধু সাজ নয়, পারিবারিক মুহূর্তেও ছিলেন তিনি সরব। অখিল-জয়নাবের বিয়ের ঠিক পরে একটি পারিবারিক ছবি পোস্ট করেন শোভিতা, যেখানে উপস্থিত ছিলেন নাগা চৈতন্য, নগার্জুনা, অমলা-সহ নবদম্পতিও। সেই ছবির ক্যাপশনে শোভিতা লেখেন, 'স্বাগতম আমাদের পরিবারে প্রিয় জেড। নবদম্পতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা।'
এদিকে কিছুদিন আগেই, ৩১ মে ২০২৫-এ নিজের ৩৩তম জন্মদিন উদ্যাপন করেছেন শোভিতা। স্ত্রীকে শুভেচ্ছা জানাতে নাগা চৈতন্য সোশ্যাল মিডিয়ায় তাঁদের একান্ত মুহূর্তের একটি সেলফি পোস্ট করেন। সঙ্গে লেখেন, “Happy birthday my lady @sobhitad.” সেই পোস্টেও প্রচুর কমেন্ট করেছেন অনুরাগীরা।