Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Sobhita Dhulipala Dior bag

অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়

অখিল আক্কিনেনি ও জয়নাব রাভজির রাজকীয় বিবাহবাসরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। 

অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 13 June 2025 08:05

দ্য ওয়াল ব্যুরো: অখিল আক্কিনেনি ও জয়নাব রাভজির রাজকীয় বিবাহবাসরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। বিয়ের ঠিক পরেই নিজেদের চোখধাঁধানো লুকের আরও কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শোভিতা, যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

লাল শাড়ি ও সোনালি কাঠামোর ব্লাউজে সেজেছিলেন ‘মেড ইন হেভেন’ খ্যাত অভিনেত্রী। তবে গোটা সাজের মধ্যেও নজর কেড়ে নেয় তাঁর হাতে থাকা বিলাসবহুল কালো ব্যাগটি। এটি ছিল 'Christian Dior'-এর ব্যাগ', যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৩৭,৩৩৮ টাকা।

শুধু সাজ নয়, পারিবারিক মুহূর্তেও ছিলেন তিনি সরব। অখিল-জয়নাবের বিয়ের ঠিক পরে একটি পারিবারিক ছবি পোস্ট করেন শোভিতা, যেখানে উপস্থিত ছিলেন নাগা চৈতন্য, নগার্জুনা, অমলা-সহ নবদম্পতিও। সেই ছবির ক্যাপশনে শোভিতা লেখেন, 'স্বাগতম আমাদের পরিবারে প্রিয় জেড। নবদম্পতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা।'

Sobhita

এদিকে কিছুদিন আগেই, ৩১ মে ২০২৫-এ নিজের ৩৩তম জন্মদিন উদ্‌যাপন করেছেন শোভিতা। স্ত্রীকে শুভেচ্ছা জানাতে নাগা চৈতন্য সোশ্যাল মিডিয়ায় তাঁদের একান্ত মুহূর্তের একটি সেলফি পোস্ট করেন। সঙ্গে লেখেন, “Happy birthday my lady @sobhitad.” সেই পোস্টেও প্রচুর কমেন্ট করেছেন অনুরাগীরা।


ভিডিও স্টোরি