শেষ আপডেট: 18th February 2025 21:58
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ফের বিয়ের পিঁড়িতে বসেছেন! অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর গত বছরের ডিসেম্বরেই শোভিতা ধূলিপালার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। নবদম্পতির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তারকা, সেই ছবি-ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার বিয়ের পরই নতুন এক সিদ্ধান্ত নিলেন শোভিতা!
স্টাইল ও বোল্ড লুকের জন্য পরিচিত শোভিতা। তবে আক্কিনেনি পরিবারের বধূ হওয়ার পরই বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী— এবার থেকে আর সাহসী চরিত্রে অভিনয় করবেন না! এক সংবাদমাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
শুধু তাই নয়, রোম্যান্টিক দৃশ্যে অভিনয় থেকেও নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন শোভিতা। শোনা যাচ্ছে, পরিবারের সম্মান রক্ষার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন শোভিতা। তাঁর এই সিদ্ধান্তে আক্কিনেনি পরিবারের অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, আক্কিনেনি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, অতীতে এই পোশাক নিয়েই সামান্থা রুথ প্রভু সঙ্গে মনোমালিন্য হয় নাগার। পুষ্পা ছবির 'ও আন্তে' গানে পারফর্ম করতে সামান্থাকে বারণ করা হয়েছিল পরিবারের তরফে। সামান্থা মানতে চাননি। তাঁরই ফলাফল এই বিচ্ছেদ!
নতুন সংসার ও কেরিয়ার, দুই দিকেই নজর রয়েছে শোভিতার। সম্প্রতি তাঁকে ‘থান্ডেল’ছবির সাফল্য উদযাপনে দেখা যায়। অন্যদিকে, নাগা চৈতন্যর বিয়ের পর প্রথম ছবি ‘থান্ডেল’ মুক্তির পর বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। বর্তমানে মধুচন্দ্রিমায় ব্যস্ত এই নবদম্পতি। শোভিতা জানিয়েছেন, নাগা চৈতন্যর সঙ্গে জীবন কাটানো তাঁর কাছে সৌভাগ্যের বিষয়। ব্যক্তিগত ও পেশাদার জীবনের এই পরিবর্তন নিয়ে তিনি বেশ খুশি। নতুন জীবন, নতুন সিদ্ধান্ত— সব মিলিয়ে নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার এই অধ্যায় এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে...