শেষ আপডেট: 29th June 2023 10:31
দ্য ওয়াল ব্যুরো: আর মাসখানেক পরেই মুক্তি পাবে আলিয়া-রণবীর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। তার আগেই গতকাল অর্থাৎ ২৮ জুন মুক্তি পেয়েছে ছবিটির একটি গান, 'তুম কেয়া মিলে'। সেই গানের ভিডিও দেখলেই পুরনো বলিউডি গানের কথা মনে পড়ে যাবে। শিফন শাড়িতে (Chiffon Saree) আলিয়ার লুক মুগ্ধ করেছে নেটিজেনদের। সেই গানেই এবার মজলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। শিফন শাড়ি পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। আর স্মৃতির সেই লুকে মুগ্ধ তাবড় বলি-তারকারা।
'তুম কেয়া মিলে' গানে বরফে ঢাকা পাহাড়ের মাঝে রণবীর সিংয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা গেছে আলিয়াকে। সেখানে মূলত শিফনের শাড়িতেই দেখা গেছে অভিনেত্রীকে। স্লিভলেস ব্লাউজের সঙ্গে কখনও তাঁর শরীরে লাল স্বচ্ছ শিফনের শাড়ি, তো কখনও নীল। কখনও বা কমলা-হলুদ-সবুজের মিশেলে আলিয়ার আবেদন উস্কে দিচ্ছে নয়ের দশকের বলিউড সিনেমার স্মৃতি।
আর এবার আলিয়ার সেই লুকেই মজলেন স্মৃতি। গেরুয়া শিবিরের এই মন্ত্রী নিজেও একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন। ছোট থেকে বড়পর্দা-সবেতেই মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। এই মুহূর্তে অভিনয়ের বদলে রাজনীতিতেই বেশি সক্রিয় হলেও ফ্যাশন সেন্সে আজও তুখোড় তাঁর। তাই 'তুম কেয়া মিলে'তে আলিয়ার লুক চোখে পড়ার পরেই আলমারি খুলে একটি শিফন শাড়ি বের করেছেন স্মৃতি। বেবি-পিঙ্ক রঙের ফ্লোরাল প্রিন্টার শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ আর ছিমছাম একটি হার-এতেই সম্পূর্ণ স্মৃতির সাজ। আর তাতে নতুন মাত্রা যোগ করেছে অভিনেত্রী তথা সাংসদের মুখের হাসিটি।
ছবির ক্যাপশনে স্মৃতি লিখেছেন, 'যখন গানটা আপনাকে শিফনের কথা মনে করিয়ে দেয়।' পোস্টে গানটি জুড়েও দিয়েছেন তিনি। আর তাতেই অভিনেত্রী-সাংসদকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোনু সুদ থেকে শুরু করে করণ জোহর। করণ লিখেছেন, 'ভীষণ মিষ্টি!'
সোনু সুদ একটি ভালবাসায় ভরা ইমোজি দিয়েছেন।
মন্তব্য করেছেন একতা কাপুরও। লিখেছেন, 'কিউট', সঙ্গে বেশ কয়েকটি ভালবাসার ইমোজি।
চাঁদে ঘরবাড়ি বানাবে নাসা, তৈরি হবে খনি, চাষবাস করে ফসলও ফলবে