শেষ আপডেট: 14th November 2024 10:16
দ্য ওয়াল ব্যুরো: পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে মুম্বই থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই চারু মার্কেট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। রবিবার তাঁকে গ্রেফতার করে বুধবার তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয়। আলিপুর আদালত সঞ্জয়কে আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ১৬ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তাঁরই গানের স্কুলে আসত ওই ছাত্রী। নাবালিকার অভিভাবকদের অভিযোগ, গান শেখানোর নাম করেই সঞ্জয় তাঁদের মেয়ের যৌন নিগ্রহ করেছেন। পুজোর আগে গত অগস্ট মাসে এই অভিযোগ দায়ের করেছিলেন তাঁরা। সূত্রের খবর, পুলিশের অভিযোগ দায়ের হয়েছে খবর পেয়েই মুম্বই চলে গেছিলেন সঞ্জয়।
অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ জেনেছিল, মুম্বইয়ে পরিচিত কারও বাড়িতে থাকছেন সঙ্গীতশিল্পী। সেখান থেকেই নাকি তিনি আগাম জামিন পাওয়ার চেষ্টা করছিলেন। তবে গত রবিবার মুম্বইয়ের আকুরলি রোড থেকে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।