শেষ আপডেট: 1st January 2025 20:14
বাংলার বুকে শিল্পীকে ফের হিন্দি গান গাওয়ার জন্য অনুরোধ। কনসার্টেই মাঝেই বাংলা গান বন্ধের আর্জি! ঘটনাটি ঘটেছে বারাসাত উৎসবে। সাম্প্রতিককালে রাজারহাটে ইমন চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হল শিল্পী পর্ণাভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।
কী ঘটেছে বারাসাত উৎসবে? ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে পর্ণাভ তখন মঞ্চে। গাইছিলেন বাংলা গান। আচমকাই দর্শকদের তরফে উড়ে আসে হিন্দি গান গাওয়ার অনুরোধ। গান থামিয়ে পর্ণাভকে বলতে শোনা যায়, "দু'একটা কথা না বললে আপনাদের কাছে পৌঁছয় না। মুশকিলটা হচ্ছে যখনই আমরা গান গাইতে যাই বিভিন্ন জায়গায়, দু-একটা গান গাওয়ার পরেই হিন্দি হিন্দি রব উঠতে থাকে। কিন্তু বারাসত উৎসব এমন একটা জায়গা যারা বাংলার সংস্কৃতিটাকে ধরে রেখেছে।"
এরপরেই যে ব্যক্তি হিন্দি গান গাওয়ার অনুরোধ রেখেছন তাঁর উদ্দেশে পর্ণাভকে বলতে শোনা যায়, "তোমার ইচ্ছে না করলেও শুনতে হবে বাবু। আমরা বাংলার শিল্পীরা ঠিক করেছি আমরা বাংলার সংস্কৃতিকেই বুকে নিয়ে চলব। বাংলার সংস্কৃতি এতটাই পরিপূর্ণ যে অন্য কোনও ভাষার কাছে আমাদের ভিক্ষা চাওয়ার দরকার পড়ে না।" পর্ণাভের ওই মন্তব্যের পরেই দর্শকাসনে তুমুল হাততালি। অধিকাংশই সহমত হন গায়কের সঙ্গে।
প্রসঙ্গত, কিছু দিন আগেই রাজারহাটে বাংলার পরিবর্তে হিন্দি গান গাওয়ার জন্য ইমনকে অনুরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়েন গায়িকা। উত্তরে তিনি বলেন, 'হঠাৎই এমন জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। এমনটা হতে পারে না। সবচেয়ে অবাক ব্যাপার বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ?" দ্য ওয়ালের কাছেও মুখ খুলেছিলেন ইমন।
তিনি বলেছিলেন, "আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। এমনকী দক্ষিণ ভারতেও। খেয়াল করেছি সেখানকার মানুষ নিজেদের ভাষা ছাড়া অন্য ভাষাতে কথাও বলেন না। কিন্তু বাঙালীরা সব ভাষাকেই আপন করে নেয়। তাই বলে এমন নয় যে, নিজের ভাষার প্রতি সম্মান থাকবে না। আমি মনে করে আমি বাংলায় বড় হয়েছি। এখানেই থাকি। আজ আমি যা হয়েছি, সবটাই বাংলার জন্যই হয়েছি। সেখানে আমি এই অসম্মানটা একেবারেই মেনে নিতে পারি না। আগামী দিনেও যদি কেউ আমার সঙ্গে এই ধরনের আচরণ করেন, আমি মেনে নেব না। তার প্রতিবাদ জানাবো। তাতে যদি আমার কাছে কোনও শো না আসে, আমার কোনও দুঃখ নেই।'