রাজেশ রোশন, হৃত্বিক রোশন ও লগ্নজিতা
শেষ আপডেট: 12th December 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বলিউড ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। টলিউডেও 'নারী সুরক্ষা কমিটি' তৈরির আবেদন করে টলিপাড়ার একাংশ।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে নারী নিগ্রহের ঘটনা এখন চর্চিত বিষয়। সম্প্রতি, একাধিক অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শীলকেও সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড। সদ্য যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও এক পরিচালক-প্রযোজক। এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকারা তাঁদের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন। আর এবার আরও এক তিক্ত অভিজ্ঞতার কথা শোনা গেল গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর কথায়। টলিউডে জায়গা পাকা করতে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় সকলকেই। বাদ যান না গায়ক-গায়িকারাও। মুম্বইয়ের স্ট্রাগল আরও এক কাঠি ওপরে।
View this post on Instagram
আরব সাগর পারে নিজের জায়গা তৈরি করতে গিয়েছিলেন লগ্নজিতা। যাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, তিনি স্বয়ং হৃতিক রোশনের কাকা, রাজেশ রোশন। মুম্বইয়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তিনি। এক পডকাস্ট অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বলেন, 'হৃতিকের কাকা রাজেশ রোশনের বাড়িতে গিয়েছিলাম কথা বলতে। আমি একটা স্কার্ট পরেছিলাম। উনি বললেন আমার একটা গান শোনাতে। ইউটিউবে আমি গান খুঁজছি। আর তখনই উনি আমার পাশে এসে বসেন। কিছু বোঝার আগেই স্কার্টের ভেতরে হাতটা ঢুকিয়ে দেন। সেদিন খুব খারাপ লেগেছিল।'
এ যুগের অন্যতম খ্যাতনামা গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। 'বসন্ত এসে গেছে' গান দিয়ে নজর কেড়েছিলেন সবার। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। আধুনিক বাংলা গান থেকে, ছবির গান, রবীন্দ্র সঙ্গীত সবেতেই দারুণ ভাবে সাবলীল তিনি।