শেষ আপডেট: 23rd September 2024 16:49
হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দুর্গাপুজো। টলিউড থেকে বলিউড মাতবে ধুনুচি নাচে। মুম্বইয়েও দুর্গাপুজোর হইচই নেহাত কম নয়। পুজোয় মাতেন বলিউডের তারকারাও। কলকাতা থেকে মিষ্টি যায় মুম্বইতে। আর তা দিয়েই মিষ্টি মুখ হয় মায়ের। এটাই হয়ে আসছে বছরের পর বছর। কোন পুজোর কথা হচ্ছে? লোখান্ডওয়ালায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যের পুজো।
বলিউডের সেরা পুজোর তালিকায় থাকা অন্যতম একটি পুজো এটি। মহাষষ্ঠী থেকে মহাসমারোহে চলে দেবী বন্দনা। আর এখন থেকেই সেসব নিয়ে ব্যস্ততা তুঙ্গে গায়কের। গোটা পুজো অনায়াসেই সামলে ফেলেন নিজের হাতে। বাড়ির পুজোর অনুষ্ঠানে তাঁকে ঢাক বাজাতেও দেখা যায়।
প্রত্যেক বছরের মত এবারও মুম্বইয়ের লোখান্ডওয়ালায় গায়ক অভিজিতের বাড়িতে ঘটা করে হবে দুর্গাপুজো। ষষ্ঠীতে বোধনের পর থেকেই শুরু হয়ে যাবে পুজোর অনুষ্ঠান। ঠিক যেমন প্রতি বছর হয়ে থাকে। চার দিনের সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও দেখা যায় অভিজিতকে।
মুম্বইয়ের হইচইয়ের মাঝেও কলকাতার পুজোর কথা ভোলেন না বাঙালি তারকা। তাঁর বাড়ির পুজোর মূল আকর্ষণ হল খাওয়াদাওয়া। কলকাতা থেকেই নিয়ে যাওয়া হয় নামী দামি মিষ্টি। রসগোল্লা ছাড়া যেন অসম্পূর্ণ তাঁর পুজো। এমনটা মনে করেন তিনি। সঙ্গে থাকে আরও অনেক ধরনের সন্দেশ।
রোজ বিমানে করে মিষ্টি পৌঁছে যায় তাঁর বাড়িতে। শুধু মিষ্টি নয়, তার সঙ্গেই অষ্টমীর বিশেষ ভোগও থাকে। খিচুড়ি, বেগুনি, চাটনি, পায়েস। এই সব কিছুই কলকাতা থেকে মুম্বই যায়। এবছরও একই চিত্র দেখা যাবে গায়কের বাড়িতে।
পুজো থেকে শুরু করে প্রসাদ বিতরণ, সব নিজেই করতে পছন্দ করেন। দাঁড়িয়ে থেকে পুজোয় সামিল হতে দেখা যায় তাঁকে। চার দিন পরনে থাকে সাবেকি পোশাক। ধুতি-পাঞ্জাবিতে নজর কাড়েন তিনি। এবারেও তার ব্যতিক্রম হবে না। ফলে আর মাত্র কয়েকদিন পরেই তাঁকে বাড়ির পুজোয় সাবেকি লুকে দেখা যাবে।