শেষ আপডেট: 5th January 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন ঘিরে থাকে গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। কখনও এআর রহমান, আবার কখনও বা খোদ শাহরুখ খান থাকেন তাঁর নিশানায়। এবার 'জাতির জনক' মহাত্মা গান্ধীকে নিয়েও বিতর্কিত মন্তব্য করলেন অভিজিৎ। তবে আর রেয়াৎ নয়, মন্তব্যের কারণে গায়ককে জড়াতে হল আইনি ঝামেলাতে। কী বলেছেন অভিজিৎ?
দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে অভিজিৎকে বলতে শোনা যায়, "পঞ্চমদা (আরডি বর্মণ) হলেন গান্ধীর চেয়েও বড়। তিনি গানের জগতের রাষ্ট্রপিতা। এখানেই না থেমে তাঁকে আরও বলতে শোনা যায়, "মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক, ভারতের নন। তাঁকে ভুল করে জাতির পিতা বলা হয়। দেশভাগ হয়ে পাকিস্তান নামক এক রাষ্ট্র তৈরির পিছনে তিনিই দায়ী।" এরপরেই শুরু হয় বিতর্ক।
গান্ধীকে অপমান করেছেন অভিজিৎ--- এই মর্মে তাঁকে আইনি চিঠি পাঠান পুণের আইনজীবী অসীম সাওরদে। অসীম বলেন, "গান্ধীজি বলেছিলেন, ‘দেশ ভাগ করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে সেটা করতে হবে। যতদিন আমি বেঁচে, কিছুতেই ভারত ভাগে রাজি হব না।’ আর তাঁকেই এ হেন কথা বললেন অভিজিৎ! তাঁর ওই মন্তব্যই বলে দেয় গান্ধীজীকে ঘিরে অভিজিতের মনে কী পরিমাণ ঘৃণা রয়েছে।"
অসীম আরও বলেন, অভিজিৎ যদি সকলের সামনে ক্ষমা না চান তবে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩ ও ৩৫৬ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করবেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি অভিজিৎ। এমনকি 'দ্য ওয়ালে'র পক্ষ থেকে তাঁকে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অধরা।