শেষ আপডেট: 4th January 2025 12:10
দ্য ওয়াল ব্যুরো: গায়ক অভিজিৎ ভট্টাচার্য বলিউডে ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিত। শাহরুখ খানের বহু ছবিতে তাঁর গাওয়া গান তখনকার দিনে সুপারহিট ছিল। তবে এই দুই তারকার সম্পর্ক বেশ কিছু বছর ধরেই বেশ তিক্ত। শাহরুখের জন্য গান গাওয়া বন্ধ করার পর থেকে অভিজিৎ বিভিন্ন সময়ে কিং খানের উদ্দেশ্যে তীক্ষ্ণ মন্তব্য করেছেন। এবার তাঁর সমালোচনার নিশানায় উঠে এলেন আরেক জনপ্রিয় অভিনেতা, রণবীর কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ মন্তব্য করেন, 'যদি কোনও ফ্লপ সিনেমায় গায়ক গান করেন, তাহলে তাঁকে নিয়ে সমালোচনা হয়। কিন্তু সেই সিনেমার নায়ক বা অভিনেতাদের নিয়ে খুব একটা কথা হয় না।'
এই প্রসঙ্গে তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন রণবীর কাপুর অভিনীত 'বেশরম' সিনেমার কথা। ওই ছবিতে অভিজিৎ গেয়েছিলেন 'দিল কা জো হাল হ্যায়' গানটি। বলিউড ঠিকানাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ভাগ্যিস আমি এই প্রজন্মের গায়ক নই। আমি বেশরম-এর মতো একেবারে সুপার ফ্লপ ছবিতে গান গেয়েছিলাম। গানটিও হিট হয়নি। আজ কেউ সেই গানটিকে মনে রাখেনি, ছবিকেও না। গানটি চালালে বোঝাও মুশকিল হবে কে গেয়েছে।'
তাঁর মতে, 'যদি গানটি হিট হতো, তবে লোকে শুধুই গায়কের কথা বলত, নায়ক বা ছবির নয়। তবে দুঃখের বিষয়, আমাদের রয়্যালটির অধিকারও নেই। যা কিছু আমাদের স্রোতাদের কান ও মনের ভেতরে থেকে যায়, সেটাই আসল পুরস্কার।'
রণবীরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ আরও একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে রণবীর কাপুরকে আমন্ত্রণ জানানো নিয়েও প্রশ্ন তোলেন। সরাসরি তাঁর নাম উল্লেখ না করলেও গায়ক বলেন, 'যে ব্যক্তি গরুর মাংস খান, তাঁকে রাম মন্দির উদ্বোধনে ডাকা হয়েছিল। অথচ অন্যদিকে, আপনারা গৌ মাতা, গৌ মাতা বলে স্লোগান দিচ্ছেন।'
সাক্ষাৎকারের অন্য অংশে অভিজিৎ শাহরুখ খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, 'আমাদের মধ্যে কোনও ব্যক্তিগত লড়াই নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু নোংরা ট্রোলার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।'