শেষ আপডেট: 2nd February 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: 'টিপ টিপ বরসা পানি'র তালে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন উদিত নারায়ণ। কনসার্ট চলাকালীন মহিলা ভক্ত ছবি তোলার অনুরোধ জানাতেই চুমুই খেয়ে ফেলেন ৬৯ বছরের উদিত নারায়ণ! মহিলা এগিয়ে দেন গাল, উদিত বাছে নেন ঠোঁট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে।
আর এবার উদিতের এই 'চুমু' কীর্তি নিয়ে মুখ খুললেন বলিউডের আরেক জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। তাঁর কথায়, "উদিত একেবারে খেলোয়াড়!"
View this post on Instagram
পাশাপাশি অভিজিৎ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-ও পোস্ট করেছেন। যেখানে একই মঞ্চে একই সঙ্গে গান গাইছেন উদিত-অভিজিৎ। কোন গান? "ম্যায় খিলাড়ি তু আনাড়ি"। সেই ভিডিও আপলোড করে ক্যাপশনে লিখেছেন, "ইয়ে খিলাড়ি, ম্যায় আনাড়ি। আমার খিলাড়ি বন্ধু।" তবে অভিজিৎ হালকা করে দেখাতে চাইলেও উদিতের কীর্তিকে মোটেই ভাল চোখে দেখছেন না। অভিজিতের সমর্থনকেও কটাক্ষ করেছেন কেউ কেউ।
উদিত তাঁর ওই অনুষ্ঠানের ভিডিও প্রসঙ্গে আগেই মন্তব্য করে বলেছিলেন, "ভক্তরা এতটাই পাগল যে কী বলব। আমি কিন্তু এমনিতে এমনটা নই। খুবই ভদ্র। কিছু মানুষ এই ভাবেই তাদের ভালবাসা জাহির করেন। এত ভিড়। তার মধ্যে দেহরক্ষীরাও থাকেন। কিন্তু ওই যে ভক্তরা মনে করেন দেখার সুযোগ মিলছে কাছ থেকে যাই একটু হ্যান্ডশেক করে আসি, যাই একটু হাতে চুমু খেয়ে আসি। ওই নিয়ে এত মাতামাতি করার কিছু নেই।"
উদিত এও মনে করছেন তার পরিবারের স্বচ্ছ ভাবমূর্তির কারণেই ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যদিও উদিতের এই তত্ত্ব মানতে চান না তাঁর ভক্তদের একটা বড় অংশ। তাঁদের মতে এ হেন ব্যবহার মোটেও তাঁরা আশা করেন না গায়কের থেকে। প্রকাশ্যেই সামাজিক মাধ্যমে গায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।