শেষ আপডেট: 3rd February 2023 07:51
দ্য ওয়াল ব্যুরো: এই সপ্তাহের শেষেই বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবানি (Kiara Advani)। দুই বলি তারকার বিয়ে নিয়ে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরাও। এখনও অবধি যা খবর, জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে জোরকদমে বিয়ের প্রস্তুতি চলছে। অন্যদিকে এই দিনটিকে নিজেদের জীবনে স্মরণীয় করে তুলতে চেষ্টার কসুর করছেন না 'সিয়ারা' জুটিও। মেহেন্দি-সঙ্গীত থেকে ছাদনাতলায় চার হাত এক, সমস্ত রীতিনীতি, নিয়মকানুন মেনেই বিয়ে করবেন তাঁরা।
এরমধ্যেই খবর, বিয়ের আগে সঙ্গীত (Sangeet) অনুষ্ঠানে একসঙ্গে নাচ করবেন সিদ্ধার্থ-কিয়ারা। শুধু তাই নয়, দুই পরিবারের সদস্যরাও এই নাচের অনুষ্ঠানে সামিল হবেন। সেই জন্য নাচের অনুশীলনে খামতি রাখছেন না কেউই। নববধূ কিয়ারাকে নিয়ে খুবই খুশি সিদ্ধার্থের বাবা-মা'ও। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি অবধি চলবে এই বিয়ের অনুষ্ঠান।
জানা গেছে, দু'জনের পরিবারের লোকজনের বাইরে বিশেষ কাউকে এই বিয়েতে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এমনকী বলিউড থেকেই হাতেগোনা কয়েকজন উপস্থিত থাকবেন এই বিয়েতে। কারা রয়েছেন সেই তালিকায়? জানা গেছে, সিদ্ধার্থের মেন্টর করণ জোহর, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রারা বিয়েতে উপস্থিত থাকবেন। তবে বলিউড থেকে আর কারা নিমন্ত্রণ পাচ্ছেন তা জানা যায়নি। তবে সকলের জন্য সেই প্রাসাদে একাধিক বিলাসবহুল ঘরের ব্যবস্থা করা হয়েছে।
ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা! ইনস্টাগ্রামে বড় ঘোষণার আভাস দিলেন অভিনেতা