Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Puja Banerjee

প্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরের

পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন শ্যাম সুন্দরকে তাঁর গাড়ি থেকে জোর করে নামিয়ে অপহরণ করা হয়। অভিযোগ, এই ঘটনায় নেতৃত্ব দেন পূজা ব্যানার্জি নিজে। 

প্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরের

পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

শেষ আপডেট: 15 June 2025 06:23

দ্য ওয়াল ব্যুরো:  প্রযোজককে প্রাণনাশের হুমকি! নাম জড়াল জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee) (পূর্বতন পূজা বোস) ও তাঁর স্বামী অভিনেতা কুণাল বর্মার। প্রযোজক শ্যামসুন্দর দের পরিবার সম্প্রতি অভিযোগ করেছেন যে এই তারকা দম্পতি এবং তাঁদের এক প্রভাবশালী বন্ধু পীয়ূষ কোঠারি মিলে শ্যাম বাবুকে গোয়ায় অপহরণ, বেআইনি আটক, জুলুমবাজি এবং ভয়ভীতির মুখে ফেলে দিয়েছিলেন।

কী ঘটেছিল ৩১ মে ২০২৫-এর রাতে?

পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন শ্যাম সুন্দরকে তাঁর গাড়ি থেকে জোর করে নামিয়ে অপহরণ করা হয়। অভিযোগ, এই ঘটনায় নেতৃত্ব দেন পূজা ব্যানার্জি নিজে। শ্যাম বাবুকে একটি অজানা জায়গায় নিয়ে গিয়ে ভয় দেখানো হয়, মারধর করা হয় এবং বলা হয় যদি তিনি ৬৪ লক্ষ না দেন, তবে মাদক মামলায় তাঁকে ফাঁসানো হবে।

চরম স্নায়ুচাপের মধ্যে ২৩ লক্ষ টাকা আদায়

এই চরম পরিস্থিতিতে শ্যামবাবু কোনওমতে ২৩ লক্ষ টাকা দিতে বাধ্য করা হয়। পরিবারের দাবি, এই টাকা পূজার সহকারী মুনমুনের হাতে নগদ এবং পূজা ও কুণালের অ্যাকাউন্টে RTGS মারফত পাঠানো হয়। সব লেনদেনের যথাযথ ব্যাঙ্ক স্টেটমেন্ট ও প্রমাণ সংরক্ষণও করা হয়েছে।

 

অভিযোগ আরও গুরুতর

শ্যামবাবুর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোর করে তাঁর ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড জানা হয়। তাঁকে জোর করে ভিডিওতে স্বীকার করানো হয় যে তিনি নিজের ইচ্ছায় একটি গোয়া রিসর্টে রয়েছেন। কিছু কাগজে তাঁর জোর করে স্বাক্ষরও নেওয়া হয়, যা ভবিষ্যতে তাঁর বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে বলে পরিবার আশঙ্কা করছে। শ্যামসুন্দর দে'র অভিযোগ, পূজা ও কুণাল তাঁকে একটি জায়গায় নিয়ে গিয়ে মোটা টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু আপত্তি জানালে তাঁকে মারধর করা হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। কয়েকদিন ধরে তাঁকে আটকে রেখে দেওয়া হয় বলেও অভিযোগ।

শ্যামসুন্দরবাবুর তিনটি ফোনই নিয়ে নেওয়া হয়েছিল, টাকার লেনদেনের জন্য একটি নতুন নম্বর দেওয়া হবে বলে জানানো হয়। তখনই তবে বুদ্ধি করে তিনি একটি মোবাইল নিজের কাছে রাখতে পারেন। এরপর সেটা থেকেই লোকেশন ও ভিডিও পুলিশকে পাঠান, তার একঘণ্টার মধ্যেই গয়া পুলিশ তাঁকে উদ্ধার করেন, দাবি প্রযোজকের।  

গোয়া পুলিশের হস্তক্ষেপ ও FIR

সৌভাগ্যবশত, গোয়া পুলিশের নিরবিচ্ছিন্ন তৎপরতায় শ্যামবাবুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নর্থ গোয়ার এসপি-র তত্ত্বাবধানে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে BNS-এর একাধিক ধারায় FIR দায়ের করেছে: ১২৬(২), ১৩৭(২), ১৪০(২), ৩০৮(২), ১১৫(২), ৩৫১(৩), ৬১(২), ও ৩(৫)। পরিবার FIR কপি, ব্যাঙ্ক ট্রান্সফার রসিদ, অভিযোগপত্রের স্বীকৃতি, ভয়ভীতির হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট, ভয়েস মেসেজ এবং পুলিশের ধন্যবাদবার্তা সমস্ত কিছু গণমাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন।

যদিও এই গুরুতর অভিযোগের পাল্টা বেশি কথা বলতে চাননি পূজা। দ্য ওয়াল যোগাযোগ করলে, অভিনেত্রী কেবল জানিয়েছেন, 'শীঘ্রই আসল সত্য বেরিয়ে আসবে।'  

‘বন্ধু’ নামেই আজ সর্বনাশ – বলছেন পরিবার

একটা সময় যাঁদের বন্ধু বলে ভাবতেন, তাঁরাই আজ ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ালেন—এই ঘটনায় ভেঙে পড়েছেন শ্যামবাবুর পরিবার। ‘এটা শুধু অপরাধ নয়, এটা বিশ্বাসঘাতকতার চরম উদাহরণ,’ বলেন তাঁর স্ত্রী মালবিকা।

এই ঘটনায় টলিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিচিত মুখদের নাম জড়ানোয় অনেকেই স্তব্ধ। তদন্ত চলছে, তবে এই অভিযোগের সত্যতা যদি প্রমাণিত হয়, তাহলে তা শুধু পুজা ও কুণালের কেরিয়ার নয়, তাঁদের ভাবমূর্তির উপরও মারাত্মক প্রভাব ফেলতে চলেছে।

শ্যামবাবুর পরিবার জানিয়েছেন, তাঁরা দেশের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।


ভিডিও স্টোরি