Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, সুস্থতা কামনা অভিষেকেরবেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালে
Shweta Tiwari on Divorce

'লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাট কেড়ে নিল...' রাজা চৌধুরির সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন শ্বেতা

গত বছর গালট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা তিওয়ারি বলেছিলেন, কেন একটা বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাঁর নয় বছর সময় লেগে গিয়েছিল।

'লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাট কেড়ে নিল...' রাজা চৌধুরির সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন শ্বেতা

শ্বেতা ও রাজা

শেষ আপডেট: 15 May 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি বরাবরই তাঁর প্রথম স্বামী রাজা চৌধুরির সঙ্গে বিচ্ছেদ এবং সেই সম্পর্কের জটিলতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এই বিচ্ছেদের ফলে শুধুমাত্র মানসিকভাবেই নয়, আর্থিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এক পুরনো রিপোর্টে বেসরকারি এক সংবাদ মাধ্যম জানিয়েছিল, বিচ্ছেদের নিষ্পত্তির অংশ হিসেবে শ্বেতাকে মুম্বইয়ের মালাডের একটি এক বেডরুমের ফ্ল্যাট (যার দাম ছিল ৯৩ লক্ষ টাকা) সম্পূর্ণভাবে রাজা চৌধুরির নামে করে দিতে হয়।

ফ্ল্যাটটি শ্বেতা এবং রাজা যৌথভাবে কিনেছিলেন। শ্বেতার আইনজীবীরা প্রথমে প্রস্তাব দেন, সেই ফ্ল্যাটের মালিকানা রাজা এবং তাঁদের মেয়ে পলকের মধ্যে ভাগ করে দেওয়া হোক। কিন্তু রাজা সেই প্রস্তাবে রাজি না হয়ে সম্পূর্ণ মালিকানা দাবি করেন। এই ঘটনা শ্বেতার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। কারণ তিনি বুঝেছিলেন, একজন বাবা তাঁর মেয়ের ভবিষ্যতের চেয়েও সম্পত্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

গত বছর গালট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা তিওয়ারি বলেছিলেন, কেন একটা বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাঁর নয় বছর সময় লেগে গিয়েছিল। জানান, তাঁর গোটা পরিবারে কেউ কোনওদিন প্রেম করে বিয়ে করেনি, কিন্তু তিনি করেছিলেন। তাছাড়া তাঁদের পরিবারে জাতপাতের একটা সমস্যা ছিল, তিনি আবার ইন্টার-কাস্ট বিয়ে করেছিলেন। আত্মীয়রা তাঁকে নিয়ে টিপ্পনি কাটা শুরু করেছিলেন। সেই অবস্থায় যদি ডিভোর্স হত, তাহলে সেটা আরও বিরাট আকার নিত।

অভিনেত্রী বলেন, 'ওই সময় আমি আর্থিকভাবে স্বনির্ভর ছিলাম ঠিকই, কিন্তু সিদ্ধান্তটা ছিল পুরোপুরি আবেগের ওপর ভিত্তি করে। আমি মেয়েকে নিয়ে ভাবছিলাম। ও বাবার আদর ছাড়া বড় হবে কি না। পরে বুঝলাম, পরিবার তখনই সুখী হয় যখন আপনি মানসিকভাবে শান্তিতে থাকেন। যদি দুটো মানুষ একসঙ্গে শান্তিতে থাকতে না পারে, তাহলে আলাদা হয়ে যাওয়াই ভাল। একটা বাচ্চার পক্ষেও অসুস্থ সম্পর্কে বড় হওয়াটা ঠিক নয়।'

শ্বেতা এবং রাজা ১৯৯৮ সালে বিয়ে করেন। ২০০৭-এ অভিনেত্রী স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও মদ্যপানজনিত সমস্যার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন। তাঁদের একমাত্র কন্যা পলক তিওয়ারি সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করেছেন সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'–এর মাধ্যমে।

এই কঠিন সময়েও নিজের মেয়ে এবং কেরিয়ারের প্রতি দায়বদ্ধ থেকে, লড়ে গেছেন শ্বেতা। তাঁর অভিজ্ঞতা বহু মানুষের কাছে জীবনের এক গুরুত্বপূর্ণ পাঠ হয়ে উঠতে পারে।


ভিডিও স্টোরি