শেষ আপডেট: 23rd March 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: এই না হলে ভাগ্য! আগে শুধু ফোনে ফোনে প্রেম হত রুবেল দাসের সঙ্গে। দেখা করার ইচ্ছে থাকলেও প্রায়শই হয়ে উঠত না শ্বেতা ভট্টাচার্যের। লিভ ইনে রাজি ছিলেন না তিনি। কাজের চাপ ছিল মারাত্মক। তবে ভাগ্যের ফেরে বিয়ের পরেই কার্যত কপাল খুলে গেল শ্বেতার। একইসঙ্গে বাড়ল প্রেমও। কীভাবে? সে কথাই শেয়ার করলেন দ্য ওয়ালের কাছে।
এই মুহূর্তে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে দেখা যাচ্ছে শ্বেতাকে। ওদিকে 'নিম ফুলের মধু'র পর নতুন ধারাবাহিক 'তুই আমার হিরো'তে অভিনয় করছেন রুবেল। ভাগ্যক্রমে দুই জনেরই শুটিং ফ্লোর একদম পাশাপাশি। ব্যস, তাই আর বাড়ি এসে কখন দেখা হবে, সেই অপেক্ষা নয়। বরং সময় পেলেই হচ্ছে ইচ্ছেপূরণ। শ্বেতার কথায়, "আগে শুধু ফোনটা ছিল। এখন ফোনের সঙ্গে যুক্ত হয়েছে দেখাও। দু'জনেরই কাজের চাপ থাকে। তবে কাজের সঙ্গে যুক্ত হয়েছে দেখাটাও। লাঞ্চটা দু'জনে মিলে একসঙ্গে করি।" আর বাড়ি ফেরা, সেটাও কি একসঙ্গে?
মুখে লাজুক ভাব, হালকা হেসে শ্বেতা বললেন, "ওর প্যাকআপ থাকে দশটার সময়। আমার ৯টায়। কখনও কখনও যদি ওর আগে প্যাকআপ হয় তাহলে একসঙ্গে ফিরি। কখনও আবার আমি একটু অপেক্ষা করে যাই। এভাবেই চলছে আর কি! বিয়ের পর প্রেমটা কীভাবে বাড়ানো যায় সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি।"
মাস কয়েক আগেই ধুমধাম করে বিয়ে করেন রুবেল-শ্বেতা। বিয়েতে হাজির ছিলেন টলিপাড়ার একাধিক চেনামুখ। বিয়ের আসর বসেছিল দমদমে। খাওয়াদাওয়ারও ছিল এলাহি আয়োজন।