শেষ আপডেট: 29th January 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: ধুমধাম করে বিয়ে করেছিলেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে ঢুকেই এ কী কাণ্ড! শেষে কিনা রুবেলের হাতেই মার খেতে হল শ্বেতাকে! ভাববেন না রাগারাগি! এ নাকি নিয়মের মধ্যেই পড়ে। দ্য ওয়ালের কাছে সেই ঘটনা শেয়ার করতে গিয়েই হেসে খুন শ্বেতা।
তাঁর কথায়, "আমার শ্বশুরবাড়িতে না একটা অদ্ভুত নিয়ম আছে। বিয়ে হয়ে আসার পর বউকে লুকিয়ে রাখতে হয়, বর খুঁজে বের করে। আমাকে আমার জা ঠাকুরঘরে লুকিয়ে রেখেছিল। ওদিকে রুবেল তো কিছুতেই খুঁজে পাচ্ছে না আমায়।
খাটের তলা থেকে শুরু করে ফ্রিজের নিচ এমনকি বিছানার চাদর সরিয়েও আমাকে খুঁজেছে। শেষে ওর এক ঠাকুমা ঈশারা করে বলেন যে বউ ঠাকুরঘরে। তারপর খুঁজে পায়।" তবে খুঁজে পেয়েই কিন্তু শেষ নয়। নিয়ম হল, গাছের ডাল দিয়ে কপট মার মারতে হয় বরকে। রুবেলও তাই করেছিলেন। শ্বেতাকে কপট মেরে তাঁকে বলতে হয়েছিল, "আর কোনওদিন আমাকে ছেড়ে যাবে? কোথায় গিয়েছিলে?" শ্বেতার কথায়, "আমি তো হেসেই মরে যাচ্ছি, সে এক মজার ব্যাপার।"
বিয়ের জন্য মোটে ছয় দিনের ছুটি পেয়েছিলেন শ্বেতা। হাতের মেহেন্দি এখনও টাটকা। তাই নিয়েই যোগ দিয়েছেন কাজে। অন্যদিকে রুবেলও একই পথের পথিক। 'নিম ফুলের মধু' শেষ হবে আগামী মাসেই। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর ব্রেক নয়। নবাগতা মধুরিমার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রুবেল দাস।