শেষ আপডেট: 5th February 2025 09:12
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে যেখানে পুরনো হিট এবং ব্লকবাস্টার সিনেমাগুলিকে মাঝে মধ্যেই বড় পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে, ঠিক সেই ধারাতেই এবার বাংলায় ফিরে আসছে জনপ্রিয় সিনেমা 'শুধু তোমারই জন্য'। SVF এর পক্ষ থেকে সুখবরটি দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে, প্রেমের মাস শুরু হয়েছে এবং কদিন পরেই প্রেমের সপ্তাহ।
সেই উপলক্ষে, ৭ ফেব্রুয়ারি থেকে বড় পর্দায় আবারও মুক্তি পাবে দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী অভিনীত জনপ্রিয় রোম্যান্টিক ছবি 'শুধু তোমারই জন্য'। এই খবরটি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে।
View this post on Instagram
ছবিটির রি-রিলিজের ঘোষণা নিয়ে SVF লিখেছে, '১০ বছর পর আবার। ভালবাসার মরশুমের আগে ফিরে আসছে আপনার প্রিয় প্রেমের গল্প। শুধু তোমারই জন্য ৭ই ফেব্রুয়ারি আবার মুক্তি পাচ্ছে। এই সুযোগ মিস করবেন না।'
ছবিটি প্রেমের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয়েছিল। পুরোনো প্রেম, সম্পর্কের যন্ত্রণা ভুলে নতুন করে প্রেমে পড়ার গল্প এবং খুনসুটির মজার উপস্থাপন ছিল এতে। ছবিটি পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত এবং প্রযোজনার দায়িত্ব ছিল SVF-এর কাঁধে।
খবরটি প্রকাশ্যে আসতেই অনেক দর্শক আবার 'চ্যালেঞ্জ' অথবা 'রোমিও' ছবির রি-রিলিজের দাবিও জানিয়েছেন। এক দর্শক লিখেছেন, '২০১৫ কেমন ছিল ভাবলেই ভাল লাগে।' আরেকজন বলেন, 'এটা একদম জমে ক্ষীর! একদিকে সনম তেরি কসম, আরেকদিকে এটা। দু'টোই মাস্টারপিস।”
এছাড়া, দীর্ঘদিন পর দেব আবারও SVF এর সঙ্গে কাজ করতে চলেছেন। এই পুজোয় আসছে তাঁদের যৌথ উদ্যোগে তৈরি ছবি 'রঘু ডাকাত', যার শুভ মহরত ইতিমধ্যেই হয়ে গেছে। ছবিতে দেব ছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল সহ অন্যান্য অভিনেতারা থাকবেন। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি আসছে।