শেষ আপডেট: 9th March 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের বড় হয়ে উঠেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যৌথ পরিবার, সেই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে বিয়ে করেছেন বয়সে অনেক বড় কাঞ্চন মল্লিক। তা নিয়ে কুৎসা, কটূক্তির সীমা নেই। নারীদিবসে সেই সব 'বুলিং' নিয়েই অকপট শ্রীময়ী।
তাঁর কথায়, "আমিও উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের মেয়ে। আমার বাড়িতে বা আমার মাও এত প্রেস, মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া কেউ দেখতে অভ্যস্ত নন। তিনিও যখন আজ সোশ্যাল মিডিয়ায় এত কুৎসা দেখেন, তাঁর চোখ থেকেও জল পড়ে। সেই জায়গা থেকে আমার বাঁচার আশাই আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।"
কাঞ্চন মল্লিকের সঙ্গে যখন তাঁর বিয়ের কথা চলছিল, সে সময় সোনা-দানা চাননি শ্রীময়ী। তবে একটা জিনিস চেয়েছিলেন। সেটা পাবেন তা নিশ্চিত হয়েই কাঞ্চনকে বিয়ের সিদ্ধান্ত নেন শ্রীময়ী। তা হল সম্মান। স্ত্রীকে যাতে কোনও পুরুষই 'টেকেন ফর গ্র্যান্টেড' না ভাবেন তা নিয়েই সোচ্চার এই অভিনেত্রী।
নিজেও মা হয়েছেন শ্রীময়ী। তাঁর মেয়ে যাতে নিজের পায়ে দাঁড়ায় আগামী দিনে, এমনটাই চান তিনি। মা হওয়ার পর কিছু দিন কাজ থেকে ব্রেক নিয়েছিলেন শ্রীময়ী। তবে সম্প্রতি তিনি ফের কাজে ফেরার কথা জানিয়েছেন। নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। একরত্তি মেয়েকে সামলিয়েও পেশাগত জীবন ধরে রাখতে চান এই নতুন মা।