শ্রদ্ধা কাপুর
শেষ আপডেট: 23 February 2025 03:40
দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধা কাপুর যে খাবারপ্রেমী, তা কারও অজানা নয়। মিষ্টি জিলিপি থেকে শুরু করে ফল, বড়াপাও, ধোসা — সব কিছুর প্রতি তাঁর ভালবাসা যে ঠিক কতটা, তা তিনি বুঝিয়ে দেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফের মজার ছবি শেয়ার করলেন অভিনেত্রী। প্রথম ছবিতেই দেখা গেল তাঁর হাতে ফুচকার বাটি! শেষ ছবিতে শ্রদ্ধাকে দেখা গেল হাতে একটা ভাঁড় ধরে থাকতে। তাঁর মধ্যে কী রয়েছে, সে ব্যাপারে অবশ্য রহস্য রেখেছেন তিনি।
ছবির সঙ্গে শ্রদ্ধা লিখেছেন মজার ক্যাপশন — 'গুনতে ভুলে গিয়েছিলাম, তারপর মনে পড়ল বিয়েতে তো পাণিপুরি আনলিমিটেড হয়! #panipurilovers'
View this post on Instagram
এর আগেও শ্রদ্ধা খাবার সংক্রান্ত পোস্ট করে মন জয় করেছেন ভক্তদের। কয়েকদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে পেঁপের ছবি শেয়ার করেছিলেন। সঙ্গে ছিল একটি মজার পোল, যেখানে তিনি জানতে চেয়েছিলেন — সেই পেঁপেতে চাট মশলা রয়েছে কি না। পরের স্টোরিতেই মশলা ভর্তি একটা বাটির ছবি দিয়ে যেন সেই প্রশ্নের উত্তরই দিয়ে দিলেন তিনি। লিখলেন, 'ভগবান পেঁপে বানিয়েছেন শুধুমাত্র চাট করে খাওয়ার জন্য!'
শুধু নিজের খাবার নয়, প্রেমের গুঞ্জনে থাকা রাহুল মোদীর সঙ্গেও খাবারের মুহূর্ত শেয়ার করেন শ্রদ্ধা। কিছুদিন আগেই তাঁদের একসঙ্গে ড্রাইভে বেরোনোর ছবি ভাইরাল হয়। এক অন্যরকম বড়াপাও! সাধারণ আলুর বদলে বানে ভর্তি ছিল ভাজি আর কাঁচা পেঁয়াজ। মজার ছলে রাহুলকে ট্যাগ করে শ্রদ্ধা লিখেছিলেন, 'বড়াপাও খাওয়ানোর জন্য তোমায় এমনই বিরক্ত করব আমি!'