Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরা
Shraddha Kapoor

'আমি তো ভুলেই গেছিলাম...', বিয়ে বাড়িতে আনলিমিটেড ফুচকা পেয়ে কী এমন করলেন শ্রদ্ধা!

শ্রদ্ধা কাপুর যে খাবারপ্রেমী, তা কারও অজানা নয়। মিষ্টি জিলিপি থেকে শুরু করে ফল, বড়াপাও, ধোসা — সব কিছুর প্রতি তাঁর ভালবাসা স্পষ্ট।

'আমি তো ভুলেই গেছিলাম...', বিয়ে বাড়িতে আনলিমিটেড ফুচকা পেয়ে কী এমন করলেন শ্রদ্ধা!

শ্রদ্ধা কাপুর

শেষ আপডেট: 23 February 2025 03:40

দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধা কাপুর যে খাবারপ্রেমী, তা কারও অজানা নয়। মিষ্টি জিলিপি থেকে শুরু করে ফল, বড়াপাও, ধোসা — সব কিছুর প্রতি তাঁর ভালবাসা যে ঠিক কতটা, তা তিনি বুঝিয়ে দেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফের মজার ছবি শেয়ার করলেন অভিনেত্রী। প্রথম ছবিতেই দেখা গেল তাঁর হাতে ফুচকার বাটি! শেষ ছবিতে শ্রদ্ধাকে দেখা গেল হাতে একটা ভাঁড় ধরে থাকতে। তাঁর মধ্যে কী রয়েছে, সে ব্যাপারে অবশ্য রহস্য রেখেছেন তিনি।  

ছবির সঙ্গে শ্রদ্ধা লিখেছেন মজার ক্যাপশন — 'গুনতে ভুলে গিয়েছিলাম, তারপর মনে পড়ল বিয়েতে তো পাণিপুরি আনলিমিটেড হয়! #panipurilovers' 

এর আগেও শ্রদ্ধা খাবার সংক্রান্ত পোস্ট করে মন জয় করেছেন ভক্তদের। কয়েকদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে পেঁপের ছবি শেয়ার করেছিলেন। সঙ্গে ছিল একটি মজার পোল, যেখানে তিনি জানতে চেয়েছিলেন — সেই পেঁপেতে চাট মশলা রয়েছে কি না। পরের স্টোরিতেই মশলা ভর্তি একটা বাটির ছবি দিয়ে যেন সেই প্রশ্নের উত্তরই দিয়ে দিলেন তিনি। লিখলেন, 'ভগবান পেঁপে বানিয়েছেন শুধুমাত্র চাট করে খাওয়ার জন্য!'  

শুধু নিজের খাবার নয়, প্রেমের গুঞ্জনে থাকা রাহুল মোদীর সঙ্গেও খাবারের মুহূর্ত শেয়ার করেন শ্রদ্ধা। কিছুদিন আগেই তাঁদের একসঙ্গে ড্রাইভে বেরোনোর ছবি ভাইরাল হয়। এক অন্যরকম বড়াপাও! সাধারণ আলুর বদলে বানে ভর্তি ছিল ভাজি আর কাঁচা পেঁয়াজ। মজার ছলে রাহুলকে ট্যাগ করে শ্রদ্ধা লিখেছিলেন, 'বড়াপাও খাওয়ানোর জন্য তোমায় এমনই বিরক্ত করব আমি!' 


ভিডিও স্টোরি