শেষ আপডেট: 20 October 2023 03:54
দ্য ওয়াল ব্যুরো: হৃতিক রোশনের প্রিয় ছবি কোনটা জিজ্ঞেস করলে অনেকেই 'কোই মিল গ্যায়া' বা 'কৃশ' সিরিজের নাম বলবেন। তবে ২০১৩তে 'কৃশ ৩' মুক্তির পর গত দশ বছরে এই সিরিজের নতুন ছবি কবে আসবে বা আদৌ আসবে কিনা সে বিষয়ে কখনওই সেভাবে মুখ খোলেননি হৃতিক। যদিও কানাঘুষো শোনা গেছে এই বছর অর্থাৎ ২০২৩ সালের শেষের দিকেই শ্যুটিং শুরু হতে পারে প্রবল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি 'কৃশ ৪'।
এবার হৃতিক রোশনের এক মন্তব্যে এই জল্পনা আরও জোরদার হল। বৃহস্পতিবার শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন, সেই ছবিতে শ্রদ্ধার মুখে নরম সূর্যের আলো এসে পড়েছে। এই ছবির ক্যাপশনে শ্রদ্ধা লেখেন, 'নিড ধুপ লাইক জাদু' যার বাংলা করলে দাঁড়ায় 'জাদুর মতো রোদ চাই'। এরপরই এই ছবিতে হৃতিক মন্তব্য করেন, 'সে আসছে, তাকে জানিয়ে দেব'। হৃতিকের এই মন্তব্যের উত্তরে শ্রদ্ধা লেখেন, 'সত্যি! কখন কবে কোথায়!'
View this post on Instagram
হৃতিকের এই মন্তব্যই কৌতূহলী করে তুলেছে অনুরাগীদের। খুব তাড়াতাড়িই যে 'কৃশ ৪'-এর শ্যুটিং শুরু হতে চলেছে, হৃতিক সম্ভবত সেই ইঙ্গিতই দিলেন, মনে করছেন অনুরাগীদের অনেকে। পাশাপাশি 'কোই মিল গ্যায়া'-র পর সম্ভবত, 'কৃশ ৪'-এ ফের পুরো ছবিতেই থাকবে জাদু চরিত্রটি, অন্তত হৃতিকের কথায় সেদিকেই ইঙ্গিত।
'কোই মিল গ্যায়া' যখন মুক্তি পেয়েছিল সেই সময়ে যারা শিশু ছিলেন তাঁদের অনেকেই আজ বিবাহিত। হয়তো তাঁরা কচিকাঁচার মা বাবা, ফলে যে জাদু একসময়ে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল আজ থেকে দুই দশক আগে সেই জাদু আবারও ফিরলে নতুন প্রজন্মের কাছেও যে তা তুমুল জনপ্রিয় হবে সে নিয়ে সন্দেহের অবকাশ নেই। জানা গেছে, নবাগত পরিচালক করণ মালহোত্রা 'কৃশ ৪'-এর পরিচালনার দায়িত্বে থাকবেন।