শেষ আপডেট: 21st August 2024 21:08
দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগে দুর্দান্ত সাফল্য পেয়েছিল 'স্ত্রী' ছবি। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের রসায়নে মজেছিলেন দর্শকরা। সঙ্গে উপরি পাওনা ছিল, পঙ্কজ ত্রিপাঠীর কমিক রিলিফ। এবার এসেছে ‘স্ত্রী ২’। ১৪ অগস্ট মুক্তি পাওয়ার পরেই হিট করেছে সিনেমা। ফলে সাফল্যের জোয়ারে ভাসছেন শ্রদ্ধা কাপুর।
সেই জোয়ারেই আরও ঢেউ তুলেছে, শ্রদ্ধার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। সেখানে হু হু করে ফলোয়ারের সংখ্যা বেড়ে চলেছে শ্রদ্ধার। এতটাই বেড়েছে, যে তা পৌঁছেছে ৯ কোটি ১৫ লক্ষে! এই করেই তিনি পিছনে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৩ লক্ষ।
তবে কেবল ফলোয়ার নয়, বক্স অফিসেও নতুন ছবির আয়ের অঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে শ্রদ্ধার সঙ্গেই আছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। মুক্তির মাত্র চতুর্থ দিনে ২০০ কোটি ক্লাবের সদস্য হয়েছে এই ছবি। দৌড় শুরু হয়েছে ৩০০ কোটির।
শুধু বিপুল আয়ই নয়, বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ডও গড়ছে শ্রদ্ধার এই ছবি। নারীকেন্দ্রিক ছবি হিসেবে এর আগে এমন কোনও ছবি ৩০০ কোটির ক্লাবের দৌড়ে সামিল হয়নি। সেই দিক থেকে শ্রদ্ধার সাফল্যের মুকুটে আরও একটি বিশেষ পালক যোগ হয়েছে।
তবে ইনস্টাগ্রামে এক লাফে এত বেশি ফলোয়ার বেড়ে যাওয়া খুব একটা দেখা যায় না। এখন শ্রদ্ধা ভারতীয়দের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ইনস্টায়। তাঁর সামনে আছেন ২৭ কোটি ফলোয়ারের বিরাট কোহলি এবং প্রিয়াঙ্কা চোপড়া, যাঁর ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৮ লক্ষ।