শেষ আপডেট: 6th October 2023 15:07
দ্য ওয়াল ব্যুরো: ‘জওয়ান’ দিয়ে হিন্দি ছবির জগতে পা রেখেছেন জনপ্রিয় তামিল পরিচালক অ্যাটলি। শাহরুখের সঙ্গে তাঁর এই সিনেমা গোটা বিশ্বজুড়েই রমরমিয়ে ব্যবসা করছে। ইতিমধ্যে বেশ কিছু রেকর্ডও ভেঙে দিয়েছে। এর পাশাপাশি উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে যে অদৃশ্য গণ্ডি রয়েছে, সেটাও যেন একধাক্কায় মুছে দিয়েছেন পরিচালক। একসময় তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘দক্ষিণ ভারতের করণ জোহর’ বলা হতো তাঁকে। এবার পাল্টা অ্যাটলিকে জিজ্ঞাসা করা হল, ‘করণ জোহরকে কি হিন্দি ছবির অ্যাটলি বলা যায়?’
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত কনক্লেভে হাজির হয়েছিলেন পরিচালক। আর সেখানেই সাংবাদিকের এমন প্রশ্নের মুখে পড়েন অ্যাটলি। যদিও প্রশ্ন শুনে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি একেবারে উড়িয়ে দেন। একইসঙ্গে বলেন, “আমি মূলত অ্যাকশন সিনেমা করি। অন্যদিকে করণ স্যার রোম্যান্টিক ছবি বানান। তাই আমাদের মধ্যে কোনও তুলনা করাই উচিত না। আর উনি বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন। ওঁর কাছে আমরা নগন্য।” কিন্তু দু’জনের ছবির জঁর যদি আলাদা হয়, তাহলে কেন তামিল ইন্ডাস্ট্রিতে তাঁদের তুলনা হতো?
সাংবাদিকের প্রশ্ন শুনে তারও জবাব দিয়েছেন অ্যাটলি। পরিচালক বলেন, “আমার প্রথম ছবি ‘রাজা-রানি’ ছিল রোম্যান্টিক জঁরের ছবি। বেস্ট ডেবিউ ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ঘটনাচক্রে ওইসময় চেন্নাইয়ে শাহরুখ খান ছিলেন ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রোমোশনের জন্য। ওঁকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখে তাঁর ম্যানেজারের কাছে ছবি তোলার অনুরোধ করেছিলাম। সেখানে এক বন্ধু আমায় ‘দক্ষিণ ভারতের করণ জোহর’ বলে পরিচয় করায় শাহরুখ স্যারের সঙ্গে। উনি কথাটা শুনে হেসে আমায় জড়িয়ে ধরেছিলেন।"
তবে করণ জোহরের সঙ্গেও তাঁর অনেক পুরনো পরিচয় রয়েছে বলে জানিয়েছেন অ্যাটলি। ‘জওয়ান’-এর পরিচালকের কথায়, “রেড চিলিজের থেকে যখন আমার কাছে হিন্দি ছবি বানানোর প্রস্তাব এল, আমি মুম্বইয়ে গিয়ে শাহরুখ স্যারের সঙ্গে দেখা করেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেমন ছবি চাইছেন আমার থেকে। জবাবে উনি বলেন, ‘আমি অ্যাটলির সিনেমা চাই।’ বাকিটা আমি বুঝে গিয়েছিলাম। আর এই গোটা বিষয়টাই জানতেন করণ জোহর। এর আগে উনি নিজেও বহুবার আমায় বলিউডে এসে হিন্দি ছবি বানানোর কথা বলেছেন।”