পরিচালক সুজিত সরকার
শেষ আপডেট: 18 April 2025 06:59
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের শুরুটা খুব একটা ভাল যাচ্ছে না বলিউডের জন্য। একের পর এক বড় বাজেটের ছবি ব্যর্থ হচ্ছে বক্স অফিসে। এমনকি ঈদে মুক্তি পাওয়া সলমন খানের 'সিকান্দার' ছবিও আশানুরূপ সাড়া পায়নি। দর্শক টানতে ব্যর্থ হচ্ছেন বহু নামী পরিচালক ও অভিনেতাও। এই পরিস্থিতিতে বলিউডের সংকট নিয়ে এবার মুখ খুললেন পরিচালক সুজিত সরকার। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হিন্দি সিনেমার ব্যর্থতার কারণ হিসাবে দু'টি মূল সমস্যার দিকে ইঙ্গিত করেন।
'ঝুঁকি নিচ্ছেন না নির্মাতারা'
সুজিতের মতে, বলিউডে গল্প বলার ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে গেছে। তিনি বলেন, "আমি মনে করি, নির্মাতা ও প্রযোজকরা—যারা মূলত সৃজনশীল মানুষ—তাঁরা এখন আর ঝুঁকি নিতে চাইছেন না। একই পুরোনো গল্প ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে। আসল কথা হল, আপনাকে নতুন কিছু নিয়ে আসতেই হবে—যে কোনও ঘরানার হোক না কেন।"
'অভিনেতাদের পারিশ্রমিক কমানো উচিত'
পরিচালকের মতে, আরেকটি বড় সমস্যা হচ্ছে জনপ্রিয় অভিনেতাদের পারিশ্রমিক। তিনি বলেন, "আমি কারও সহকারী দল বা চার্জ নিয়ে বেশি কিছু বলব না, কিন্তু একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি—জনপ্রিয় অভিনেতাদের পারিশ্রমিক কমানো উচিত। বম্বের অভিনেতারা অনেক বেশি টাকা চায়, এরকম চললে পরিচালকরাও ডাকবে না।"
সুজিত আরও জানান, তাঁর প্রযোজনা সংস্থা 'রাইজিং সান ফিল্মস'-এ বাজেট নিয়ন্ত্রণে রেখে কাজ করা হয়। তিনি বলেন, "আমরা সবসময় খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আমাদের ছবিগুলোর বাজেট কখনওই আকাশছোঁয়া হয়নি। আমরা এমন অভিনেতাদের সঙ্গেই কাজ করি, যারা জানেন—সুজিত সরকারের সঙ্গে কাজ মানেই সেটাও একরকম কম খরচে, মানসম্পন্ন ছবি বানানো।"
এই বছরের বক্স অফিসে এখন পর্যন্ত একমাত্র উল্লেখযোগ্য সফল ছবি ভিকি কৌশলের 'ছাভা'। যখন একের পর এক বড় বাজেটের ছবি মুখ থুবড়ে পড়ছে, তখন এই ছবি সামান্য হলেও আশার আলো দেখাচ্ছে ইন্ডাস্ট্রিকে।