শেষ আপডেট: 19th February 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সর্বকালের সেরা ছবির তালিকায় ‘শোলে’ অনায়াসে জায়গা করে নেয়। অসাধারণ চিত্রনাট্য, দুর্দান্ত অভিনয়, আর ডি বর্মনের সুরের জাদু—সব মিলিয়ে ‘শোলে’ হিন্দি সিনেমার ইতিহাসে এক মাইলফলক।
অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া বচ্চন ও আমজাদ খান অভিনীত এই ছবির প্রতিটি চরিত্রই আজও দর্শকের মনে গেঁথে আছে। তবে সব চরিত্রকে ছাপিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় গব্বর সিংয়ের চরিত্রটি। ভয়ংকর অথচ অসাধারণ এই খলনায়কের ভূমিকায় আমজাদ খান যেন হয়ে উঠেছিলেন স্বতন্ত্র এক অধ্যায়।
কিন্তু জানেন কি, শোলে’র গব্বর সিং চরিত্রে প্রথম থেকেই আমজাদ খানকে ভাবা হয়নি? নির্মাতারা প্রথমে বলিউডের এক জনপ্রিয় অভিনেতাকে এই চরিত্রের জন্য নির্বাচন করেছিলেন। শুধু তাই নয়, একজন নয়, দু’জন অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন গব্বর সিংয়ের অফার!
প্রথমে এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল বলিউডের অন্যতম পরিচিত খলনায়ক ড্যানি ডেনজংপাকে। তবে শুটিং শুরুর সময় তিনি মুম্বইয়ের বাইরে থাকায় ছবিতে কাজ করতে পারেননি। এরপর অফার যায় বলিউডের আরেক জনপ্রিয় ভিলেন রঞ্জিতের কাছে। কিন্তু ড্যানির ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তিনিও এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি।
শেষমেশ, গব্বর সিংয়ের চরিত্রের দায়িত্ব এসে পড়ে আমজাদ খানের কাঁধে। তারপর বাকিটা তো ইতিহাস! আজও ‘শোলে’র গব্বর রয়ে গেছেন বলিউডের সবচেয়ে স্মরণীয় খলনায়কদের মধ্যে একজন।