শেষ আপডেট: 26th January 2025 20:22
দ্য ওয়াল ব্যুরো: রবিবারের দুপুর। চাইলেই অলস মেজাজে কাটাতে পারতেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে না, সে পথে তিনি হাঁটলেন না। যোগ দিলেন 'খেলায়'। আর ভাগ্যিস খেলা হল, তবেই না দ্বন্দ্ব ঘুচিল ফেডারেশন বনাম পরিচালকদের! কাটল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি সংক্রান্ত নানা জটিলতা!
এ দিন টালিগঞ্জ আইটিআইয়ের মাঠে আয়োজিত হয়েছিল এক ক্রিকেট ম্যাচের। কস্টিউম ম্যান আর ফেডারেশনের সেই প্রীতি ম্যাচে হাসিহাসি মুখে হাজির ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও। অস্থায়ী মঞ্চে মাইক হাতে দেখা গেল মন্ত্রী অরূপ বিশ্বাসকেও। সঙ্গে ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও।
এক পর্যায়ে ডাক পড়ল শিবপ্রসাদের। মধ্যমণি অরূপ, বাঁ দিকে শিবু আর ডানদিকে ছাত্রনেতা কোহিনূর মজুমদার। শিবপ্রসাদকে কাছে টেনে নিতেই, অভিমান উধাও! মামলা করা হুঁশিয়ারি, ফেডারেশনে উপর অসন্তোষ এ সব কিছুই যেন অতীত! মঞ্চে দাঁড়িয়েই অরূপের বার্তা, 'সবাই খুশি। আর কোনও চিন্তা নেই।"
আর এই আশ্বাসই যেন কাজ করেছে ম্যাজিকের মতো। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি 'জংলা'র শুটিং দিন কয়েক আগেই ফেডারেশনের সঙ্গে তৈরি হওয়া জটিলতার কারণে স্থগিত রাখা হয়েছিল। আগামী ২৭ ফেব্রুয়ারি কৌশিক সদলবলে যাচ্ছেন উত্তরবঙ্গ, খবর তেমনটাই।
অন্যদিকে অরিন্দম শীলেরও আটকে থাকা ছবির চাকা ঘুরবে খুব শীঘ্রই, বলছে সূত্র। প্রসঙ্গত, মাস দেড়েক আগেই বাংলা চলচ্চিত্র জগতের রাশ ধরে রাখতে চায় এক শ্রেণি-- এই অভিযোগ করে আইনি পদক্ষেপের পথে পা বাড়িয়েছিলেন টলিপাড়ার পরিচালকেরা। এক সাংবাদিক সম্মেলন করে ফেডারেশন বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভও উগরে দিয়েছিলেন তাঁরা। তবে ওই যে খেলা হল, আর তাতেই সাময়িক ভাবে দ্বন্দ্ব মিটিল টলিপাড়ায়!
একসঙ্গে ক্রিকেট খেলছেন শিবপ্রসাদ ও অরূপ বিশ্বাস