শেষ আপডেট: 8th January 2025 19:31
নিজস্ব সংবাদদাতা: বুধবারের দুপুর। আচমকাই এক ছবিতে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। ভবানী ভবন থেকে বের হচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও স্ত্রী জিনিয়া সেন। মনে করা হয়, গত দু'দিন ধরে চলা কটাক্ষ ও কুৎসিত আক্রমণের মুখেই আইনি পদক্ষেপ করতে গিয়েছেন তাঁরা। এবার সেই আলোচনারই অবসান। কারণ, দ্য ওয়ালের ফোন ধরে জিনিয়া জানালেন খবর সত্য। বললেন, 'অবশেষে ডান'।
বিগত বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে যেভাবে তাঁদের কটাক্ষের শিকার হতে হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এ দিন লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন জিনিয়া ও শিবপ্রসাদ। একইসঙ্গে অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রসরোবর থানাতেও।
মঙ্গলবার জিনিয়া সেন একটি স্ক্রিনশট শেয়ার করেন। ভুলে ভরা ফোনেটিক্স, ইংরেজিতে লেখা ওই স্ক্রিনশিটের তর্জমা করলে দাঁড়ায় তা আদপে এক হুমকি। হুমকি দেওয়া হয়েছে শিবপ্রসাদকে। এও বলা হয়েছে, 'দেবের ছবি রিলিজের একই দিনে, উইন্ডোজের কোনও ছবি রিলিজ করা যাবে না। না হলে অবস্থা খারাপ হয়ে যাবে! দেব ফ্যান পাওয়ারের প্রবল ক্ষমতা।'
জিনিয়াও থামেননি। তিনি লেখেন, "ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়াতে জীবনের এক অংশ। একের পর এক ট্রোলিং, মুক্তির দিনে ছবির বিপক্ষে কথা বলা, আমাদের ছবি রিলিজকে থামাতে পারেনি, পারবে না। আইটি সেলে টাকা ঢেলে এবং রাজনৈতিক শক্তির আস্ফালনের পরেও, পারবে না। ঠিক যেমন পুষ্পা বলেছে, হাম ঝুকেগা নেহি..." তবু আক্রমণ থামেনি। বাধ্য হয়েই আইনি সহায়তা নিলেন পরিচালক ও তাঁর স্ত্রী।
গোটা বিষয় নিয়ে 'দ্য ওয়াল' যোগাযোগ করে দেব-এর ছায়াসঙ্গীর সঙ্গে। তিনি জানান দেব এই বিষয়ে কোনও রকম মন্তব্য করবেন না। প্রসঙ্গত, ২০২৪ পুজো রিলিজ ছিল দেবের ‘টেক্কা’ এবং শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ’বহুরূপী’। টলিউড বলছে, ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেব অভিনীত ‘রঘু ডাকাত’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ-২’ মুক্তি পেতে চলেছে ২০২৫ পুজোয়। আবারও লড়াই নাকি সুস্থ প্রতিযোগিতা? উত্তর দেবে সময়।