শেষ আপডেট: 11th March 2025 21:24
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল আগামী ১৬ মে নাও মুক্তি পেতে পারে শিবপ্রসাদ-নন্দিতার ছবি 'আমার বস'। কানাঘুষো শোনা যাচ্ছিল, ওই দিনেই 'ধূমকেতু' মুক্তি পাবে এই খবর আসার সঙ্গে সঙ্গেই নাকি তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ। অবশেষে সামনে এল মুক্তির নতুন তারিখ। একই সঙ্গে এও জানা গেল, কেন এগিয়ে দেওয়া হল এই ছবির রিলিজ ডেট।
জানিয়ে রাখা যাক, ছবি মুক্তি পাচ্ছে আগামী ৯ মে। কারণ হিসেবে শিবপ্রসাদ বলেন, "আসলে ১১ মে মাতৃদিবস। তাই তার আগে ছবি মুক্তি পেলে সবাই পরিবারের সঙ্গে ছবিটি দেখতে পারবেন। মাকে সঙ্গে নিয়ে হলে যেতে পারবেন। এই ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি।"
তবে আলোচনা থামছে না। এই বছরের গোড়ার দিকে কোনও এক মঙ্গলবার। উইন্ডোজের অন্যতম প্রধান জিনিয়া সেন একটি স্ক্রিনশট শেয়ার করেন। ভুলে ভরা ফোনেটিক্স, ইংরেজিতে লেখা ওই স্ক্রিনশিটের তর্জমা করলে দাঁড়ায় তা আদপে এক হুমকি। হুমকি দেওয়া হয়েছে শিবপ্রসাদকে। এও বলা হয়েছে, 'দেবের ছবি রিলিজের একই দিনে, উইন্ডোজের কোনও ছবি রিলিজ করা যাবে না। না হলে অবস্থা খারাপ হয়ে যাবে! দেব ফ্যান পাওয়ারের প্রবল ক্ষমতা।'
এরপরেই লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন জিনিয়া ও শিবপ্রসাদ। দায়ের করেন অভিযোগও। তর্জা এড়াতেই কি এই সিদ্ধান্ত? যদিও অন্দরমহলে স্বস্তির নিঃশ্বাস। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক বিখ্যাত সিনেমাহলের মালিক যিনি আবার টলিউডেরও বেশ ঘনিষ্ঠ দ্য ওয়ালকে বলছেন, "যা হয়েছে ভালই হয়েছে। ব্যবসা হচ্ছে কিনা সেটাই বড় কথা। দুই ছবিই যদি একই দিনে মুক্তি পায় তবে তা ব্যবসার ক্ষতি। এ দিন দিয়ে শিবপ্রসাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ।"