শেষ আপডেট: 14th January 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহে কাজ করা উচিৎ ৭০ ঘণ্টা। এই নিদান দিয়েই বিতর্কে জড়িয়েছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি। দিন কয়েক আগে ‘লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড’-এর কর্তা এস এন সুব্রহ্মণ্যমও নিদান দিয়েছেন ৯০ ঘণ্টা কাজ করার। শুধু তাই নয়, সেই শিল্পপতি 'রবিবার কতক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন'--তাঁর এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক।
এবার সেই মন্তব্যের আঁচ এসে পড়ল সিনেমার প্রচারেও। শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি 'আমার বস'-এ প্রচারেও সুব্রহ্মণ্যমকেই বিঁধলেন তাঁরা। তাঁদের প্রকাশ্যে ঘোষণা, 'সে নো টু টক্সিক বস'। অর্থাৎ টক্সিক বসকে না বলে দিন। সে যতই তিনি 'আপনার বস' হন না কেন!
ঠিক কী বলেছিলেন সুব্রহ্মণ্যম? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি দুঃখিত যে আপনাদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না। যদি পারতাম, আমি আরও খুশি হতাম, কারণ আমি নিজে রবিবার কাজ করি।'
এখানেই না থেমে তিনি বলেন, 'বাড়িতে বসে কী করবেন? কতক্ষণ আপনার স্ত্রীকে তাকিয়ে থাকবেন? স্ত্রীই বা কতক্ষণ আপনাকে তাকিয়ে দেখবেন?'তাঁর ওই মন্তব্যের পর সমাজের বিভিন্ন স্তরে শুরু হয় তীব্র সমালোচনা। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে হর্ষ গোয়েনকা থেকে শুরু করে সকলেই করেন নিন্দে। এবার সে আঁচ টলিউডেও।
প্রসঙ্গত, আগামী ১৬ মে মুক্তি পাচ্ছে ‘আমার বস'। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাখী গুলজারকে। এই ছবির হাত ধরেই বহুদিন পর বাংলা ছবিতে কামব্যাক রাখীর। থাকছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ অনেকেই।