শেষ আপডেট: 8th May 2024 11:11
দ্য ওয়াল ব্যুরো: ‘ডাইনি’, ‘কোকেনে আসক্ত অভিনেত্রী’ । ছেলে অধ্যয়নের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর প্রকাশ্যে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন শেখর সমন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সমীকরণ। চব্বিশের লোকসভা ভোটে মান্ডির বিজেপি প্রার্থী হয়েছেন কঙ্গনা। সদ্য গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন শেখর সুমন। আর ছেলের প্রাক্তন প্রেমিকার হয়ে প্রচার করতেও রাজি বলে জানালেন শেখর।
মাসখানেক আগেই কঙ্গনা সম্পর্কে ‘অবস্থান বদলের’ ইঙ্গিত দিয়েছিলেন শেখর। এরপরেই শেখর পদ্মশিবিরে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়। অবশেষে মঙ্গলবার দেশে তৃতীয় দফা ভোটের দিনই দিল্লিতে মূল কার্যালয়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন টেলিভিশন জগতের জনপ্রিয় সঞ্চালক। বিজেপিতে নাম লেখানোর পর সাংবাদমাধ্যমের প্রশ্নে কঙ্গনার হয়ে ভোট প্রচার করবেন বলে জবাব দেন শেখর। বলেন, “যদি আমাকে ডাকে তাহলে কেন যাব না? এটা তো আমার কর্তব্য, আবার অধিকারও বটে।”
‘রাজ: দ্য মিস্টরি কন্টিনিউজ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও শেখর সুমনের ছেলে অধ্যয়ন। শোনা যায়, শুটিংয়ের সময় থেকেই দুজনের ঘনিষ্ঠতা শুরু হয়। তারপর প্রেম। যদিও সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। সেইসময়েই কঙ্গনার বিরুদ্ধে অধ্যয়নের উপর ‘কালো জাদু’ করারও অভিযোগ তুলেছিল শেখরের পরিবার! কিন্তু সে সব এখন অতীত। বিগত কয়েক মাসে কঙ্গনার প্রশংসাই শোনা গিয়েছে শেখর ও তার ছেলে অধ্যয়নের মুখে। কঙ্গনা বিজেপি প্রার্থী হওয়াতেই কি শেখরের ভোলবদল? এমন প্রশ্ন তুলছেন নিন্দুকরা।
এর আগে ২০০৯ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শেখর। বিহারের পটনাসাহিব লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থীও হয়েছিলেন। তৎকালীন বিজেপি নেতা তথা বলিউড তারকা শত্রুঘ্ন সিন্হার কাছে হেরে যান তিনি।