
জানা গিয়েছে, সন্তোখের নিরাপত্তারক্ষী তাঁদের গাড়িটি প্রাকৃতিক কাজ সারতে এক জায়গায় পার্ক করেছিলেন। চালকের আসনে বসা ছিলেন একা সন্তোখ। তখনই বাইকে চেপে দুজন গাড়ির কাছে চলে আসে। তিনি তাদের মুখ দেখতে গাড়ির জানালার কাঁচ নামাতেই ছুটে আসে গুলি। তবে কাছে থাকা নিরাপত্তারক্ষী পাথর ছুঁড়ে তাদের হটিয়ে দেয়। সন্তোখের গুলি লাগেনি।
জানদিয়ালা গুরু থানার পুলিশ ঘটনাটি সন্দেহজনক বলে জানিয়েছে। তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে চারটি খালি শেল উদ্ধার হয়েছে।
এদিকে যে বয়ফ্রেন্ড সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে নেটদুনিয়ায় চর্চা রয়েছে, সম্প্রতি তাঁর মৃত্যুর পর শেহনাজ নিজেকে সোস্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। শেষ শেহনাজকে দেখা গিয়েছিল দিলজিত্ দোসাঞ্জের সঙ্গে পাঞ্জাবী ছবিতে।
View this post on Instagram