এই প্রথম পঞ্জাবি ছবি প্রযোজনা করছে এসভিএফ। ছবির নাম 'সিং ভার্সেস কউর ২'। সেই ছবিতেই অভিনয় করছেন শেহনাজ। ছবিতে তিনি রয়েছেন এক বাঙালি মেয়ের চরিত্রে।
কলকাতায় কী করছেন শেহনাজ?
শেষ আপডেট: 2 July 2025 08:03
দ্য ওয়াল ব্যুরো: পঞ্জাব টু কলকাতা, কলকাতা টু কানাডা, কানাডা টু পঞ্জাব...কিলোমিটারের নিরিখে দূরত্ব একেবারেই কম নয়! তাতে কী, ভালবাসা যেখানে রয়েছে সেখানে কোনও বাধাই আর বাধা হয়ে দাঁড়ায় না। আর এই ভালবাসার টানেই জনপ্রিয় অভিনেত্রী শেহনাজের গিলের আস্তানা আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল।
এই প্রথম পঞ্জাবি ছবি প্রযোজনা করছে এসভিএফ। ছবির নাম 'সিং ভার্সেস কউর ২'। সেই ছবিতেই অভিনয় করছেন শেহনাজ। ছবিতে তিনি রয়েছেন এক বাঙালি মেয়ের চরিত্রে। এ দিকে শেহনাজ বাংলা জানেন না। তাতে কী? অলিভিয়া সরকার তো রয়েছেন। তাঁর কাছেই বাংলা শিখছেন নায়িকা। ছবিতে তাঁর নায়ক গিপ্পি গ্রিউয়াল। পরিচালনায় নবনীত সিং। বর্ধমান রাজবাড়িতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং।
বাংলায় এসে কেমন লাগছে শেহনাজের? তাঁর কথায়, "আমার চরিত্রটা বাঙালির। তাই বাংলা ভাষা শিখছি।" কলকাতায় এলে তারকাদের ডায়েট এমনিতেই খানিক ঘেঁটে যায়। শেহনাজের ক্ষেত্রেও হয়েছে তাই। তাঁর মন মজেছে বিরিয়ানি, ফুচকা আর সুস্বাদু রোলে। কালীঘাটেও যেতে চান তিনি।
কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন শেফালি জারিওয়ালা। মুম্বইয়ে শেফালির শেষকৃত্যে হাজির হয়েছিলেন শেহনাজ। মুখে মাস্ক ঢেকে পৌঁছে গিয়েছিলেন শেফালির বিগবস জার্নির সতীর্থ। ব কিন্তু পেশাগত তাগিদ শোক পালনের সময় দেয় না। তাই গত সোমবার রাত্রেই কলকাতায় পা রেখেছেন শেহনাজ। আপাতত কিছু দিন এখানেই থাকবেন তিনি। কাজ, খাবার আর আড্ডা চুটিয়ে উপভোগ করবেন পঞ্জাবের ক্যাটরিনা কাইফ।