শেষ আপডেট: 17th December 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: শর্মিলা ঠাকুর। বাংলা ও বাঙালির অন্যতম প্রিয় অভিনেত্রী। ঠাকুর পরিবারের শর্মিলা একটা সময় মুম্বইয়ে পাড়ি দেন। তারপর সেখানে নবাব পরিবারে বউ হন তিনি। বাংলার নামজাদা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী দীর্ঘ বছর। এরপর মুম্বইয়েও তাঁকে দেখা গিয়েছে চুটিয়ে অভিনয় করতে। দোস্তানা (১৯৮০) ছবির শুটিংয়ের সময়ের এক মজার ঘটনা ঘটে তাঁর সঙ্গে। সম্প্রতি সেই ঘটনাই শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেতা অমিতাভ বচ্চন সবসময় ঠিক সময়ে সেটে পৌঁছাতেন, আর শত্রুঘ্ন সিনহা সবসময় দেরি করতেন। এমন দুই বিপরীত স্বভাবের তারকাকে সামলাতে নাজেহাল হতে হয়েছিল পরিচালক রাজ খোসলাকে। হাসতে হাসতে শর্মিলা বলেন, 'এই ছবির শুটিং করতে গিয়ে রাজ খোসলার সব চুল পড়ে গিয়েছিল।'
শর্মিলা বলেন, 'শুটিংয়ের সময় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিল। অমিতাভ বচ্চন ঠিক ২টায় সেট থেকে চলে যেতেন, আর সেই সময়েই শত্রুঘ্ন সিনহা সেটে এসে পৌঁছাতেন। শত্রুঘ্ন শুধু ছবির শুটিংয়েই দেরি করতেন না, এমনকি নিজের বিয়েতেও দেরি করেছিলেন। তিনি কখনওই সময়মতো আসতে পারতেন না!'
তিনি আরও বলেন, 'এই কারণে পরিচালককে অনেক দৃশ্যে বডি ডাবল ব্যবহার করতে হয়েছিল। এক ফ্রেমে অমিতাভ, শত্রুঘ্ন আর জিনত আমানকে একসঙ্গে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবে জিনত আমান দু'জনের সময় অনুযায়ী নিজের শিডিউল ঠিক করেছিলেন।' শর্মিলা হাসতে হাসতে বলেন, 'শত্রুঘ্ন এটা মজা করেই করতেন, তা আমরা সবাই বুঝতে পারতাম। তিনি খুব ভাল মানুষ, কিন্তু সময়মতো সেটে আসার অভ্যাস তাঁর ছিল না।'
দোস্তানা ছবিটি পরিচালনা করেছিলেন রাজ খোসলা এবং লিখেছিলেন সেলিম-জাভেদ। ছবিতে অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা এবং জিনত আমান প্রধান চরিত্রে অভিনয় করেন। ছবিটি সেই সময়ে বক্স অফিসে বিশাল সাফল্য পায়।