শেষ আপডেট: 2nd September 2023 06:07
দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছর পর বাংলা ছবিতে (Tollywood) ফিরলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। সঙ্গে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। সুমন ঘোষের পরিচালনায় তৈরি হতে চলা ছবিটির নাম ‘পুরাতন’। সূত্রের খবর, এই ছবিতে মা ও মেয়ের ভূমিকায় শর্মিলা-ঋতুপর্ণাকে দেখা যাবে। আর ঋতুপর্ণার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। নারী ক্ষমতায়নের গল্পই সিনেমাটিতে তুলে ধরা হবে জানিয়েছেন পরিচালক।
শর্মিলা জানিয়েছেন, “আমি একটা ভাল কাজ করতে চাইছিলাম। এত বছরের কেরিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে ‘পুরাতন’-এ আমায় যে চরিত্রটি দেওয়া হয়েছে, সেটা দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তোলাই বড় চ্যালেঞ্জ আমার কাছে।” সূত্রের খবর, আগামী ৮ ডিসেম্বর, শর্মিলা ঠাকুরের জন্মদিনেই ছবির শ্যুটিং শুরু হবে।
শুক্রবার ছবির ঘোষণার দিন কলকাতায় উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর নিজে। এতবছর পর কলকাতায় এসে কেমন লাগছে? কী কী পরিবর্তন লক্ষ্য করছেন? সাংবাদিকের প্রশ্নের জবাবে অভিনেত্রী জানালেন, “বৃষ্টি হলে এখনও জল জমে রাস্তায়। অনেকেরই হয়তো জমা জলে সমস্যা হয়। কিন্তু আমি কিন্তু এটা বেশ উপভোগ করি। এখানে পুরনো বন্ধু-বান্ধবরা আছে এখনও। তাই সময় পেলেই দেখা করতে চলে আসি। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আর ঘুগনি-ফুচকা খাওয়া হয় না। সেটা একটু মিস করি। এছাড়া আর কোনও পরিবর্তন নেই।”
বাংলার ঠাকুরবাড়ির সঙ্গে তাঁর যোগসূত্র, আবার পতৌদি পরিবারের বধূ তিনি। টলিউড কিংবা বলিউডে দাপিয়ে কাজ করেছেন একসময়। কিন্তু তারপরেও যে শর্মিলার পা এখনও মাটির কাছেই, তা ওঁর কথাতেই পরিষ্কার হয়ে যায়।